1. ব্রঙ্কাইটিস রোগে ব্যাক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?A) চোখB) ফুসফুস C) গলা D) কান Ans: B) ফুসফুস 2. কলহণের রাজতরঙ্গিনীতে কোন অঞ্চলের ঐতিহাসিক বিবরণ রয়েছে?A) বাংলাB) মালব C) কাশ্মীর D) জৌন পুর Ans: C) কাশ্মীর 3. কোন ভিটামিনের অভাবে বেরিবেরি রোগ হয়?A) ভিটামিন B কমপ্লেক্সB) ভিটামিন A C) ভিটামিন D D) ভিটামিন K Ans: A) ভিটামিন B কমপ্লেক্স 4. চিপকো আন্দোলন কত সালে হয়েছিল?A) 1985 সালেB) 1981 সালে C) 1978 সালে D) 1973 সালে Ans: D) 1973 সালে 5. অঙ্গুরীমাল ও সন্ধিপদী প্রাণীর বৈশিষ্ট্য বহন করে—A) জোঁকB) কেঁচো C) পেরিপেটাস D) রাজ কাঁকড়া Ans: C) পেরিপেটাস 6. প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কত সালে শুরু হয়েছিল?A) 1951 সালেB) 1945 সালে C) 1942 সালে D) 1938 সালে Ans: A) 1951 সালে 7. কম্ব রামায়ণ কোন ভাষায় লেখা?A) সংস্কৃতB) তামিল C) তেলেগু D) মালয়ালম Ans: B) তামিল 8. দশ শতাংশের সূত্র কার দেওয়া?A) ওডামB) সাউথ উইক C) লিন্ডেম্যান D) রাইটার Ans: C) লিন্ডেম্যান 9. দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল?A) বিয়াসB) রাভি C) শতদ্রু D) সিন্ধু Ans: B) রাভি 10. অভিব্যক্তির জনক কে?A) চার্লস ডারউইনB) ল্যামার্ক C) মেন্ডেল D) কেউই নয় Ans: A) চার্লস ডারউইন |
11. মুদ্রা তৈরী হয়—A) নাসিকেB) হোসাঙ্গাবাদে C) দিল্লিতে D) কলকাতায় Ans: D) কলকাতায় 12. ভারতের কেন্দ্রশাসিত অঞ্চলের সংখ্যা হল—A) 12 টিB) 9 টি C) 7 টি D) 6 টি Ans: C) 7 টি 13. ভারত সরকারের সর্বোচ্চ লিগাল অফিসার হলেন—A) লোকসভার অধ্যক্ষB) আইনমন্ত্রী C) অ্যাটর্নি জেনারেল D) কেউ নন Ans: C) অ্যাটর্নি জেনারেল 14. গ্রাম পঞ্চায়েতের প্রথম সভার আহবান কে করেন?A) বি ডি ওB) এস ডি ও C) জেলা শাসক D) পঞ্চায়েত প্রধান Ans: A) বি ডি ও 15. নিম্নলিখিত কোনটি স্টক শেয়ার?A) ইনভেন্টরিB) ফান্ড C) বোনাস শেয়ার D) মুনাফা Ans: C) বোনাস শেয়ার 16. নিম্নলিখিত কার নেতৃত্বে প্রথম ভাষা কমিশন গঠিত হয়?A) বি জি খেরB) জি ভি মাভলঙ্কার C) তেগবাহাদুর সপ্রু D) দামোদর স্বরূপ শেঠ Ans: A) বি জি খের 17. আধুনিক ভারতের জনক হলেন—A) ডিরোজিওB) ডেভিড হেয়ার C) রাজা রামমোহন রায় D) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর Ans: C) রাজা রামমোহন রায় 18. মিশ্র অর্থনীতির অর্থ হল—A) সুসংহত অর্থনৈতিক উন্নয়নB) পুঁজিবাদী এবং শ্রমিকদের সহাবস্থান C) কৃষিক্ষেত্রের সাথে সাথে শিল্প ক্ষেত্রেও উন্নয়ন D) সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান Ans: D) সরকারি ক্ষেত্রে ও বেসরকারি ক্ষেত্রের সহাবস্থান 19. শব্দের গতিবেগ সর্বাধিক কোথায়?A) গ্যাসেB) শূন্যস্থানে C) তরলে D) কঠিন পদার্থে Ans: D) কঠিন পদার্থে 20. পশ্চিমবঙ্গের বিধানসভা দ্বিকক্ষ থেকে এক কক্ষ বিশিষ্ট হয় কত সালে?A) 1980B) 1969 C) 1950 D) 1970 Ans: B) 1969 |
21. ১ থেকে ৩ বছর বয়সী শিশুদের পুষ্টির অভাবে যে অন্ধত্ব রোগ হয় তার নাম কি?A) স্কার্ভিB) কেরাটোম্যালাসিয়া C) খুশকি D) হেপাটাইটিস Ans: B) কেরাটোম্যালাসিয়া 22. বৃহৎ পরিসরে অত্যন্ত দূষিত জল পরিশোধনের সহজ পদ্ধতি কোনটি?A) জল ফুটানোB) বিপরীত আস্রাবণ C) সুপারক্লোরিনেশনের পরে ডিক্লোরিনেশন D) অতিবেগুনি রশ্মি দ্বারা বিকিরণ Ans: C) সুপারক্লোরিনেশনের পরে ডিক্লোরিনেশন 23. ক্যাটারাক্ট রোগে মানব দেহের কোন অঙ্গ আক্রান্ত হয়?A) হাতB) যকৃৎ C) ফুসফুস D) চোখ Ans: D) চোখ 24. একজন পূর্ণ বয়স্ক ব্যক্তির ফুসফুসে বায়ু ধারণ ক্ষমতা কত?A) ৩ লিটারB) ৮ লিটার C) ৬ লিটার D) ৭ লিটার Ans: C) ৬ লিটার 25. বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমান সবচেয়ে বেশি?A) অক্সিজেনB) নাইট্রোজেন C) মিথেন D) ব্লুমেন Ans: B) নাইট্রোজেন 26. পঞ্চায়েত ব্যবস্থার সবচেয়ে বুনিয়াদি স্তর কোনটি?A) জেলা পরিষদB) পঞ্চায়েত সমিতি C) গ্রাম পঞ্চায়েত D) গ্রাম সভা Ans: C) গ্রাম পঞ্চায়েত 27. সম্প্রতি অলিম্পিক অর্ডারে সম্মানিত হওয়া ভারতীয় খেলোয়াড় অভিনব বিন্দ্রা কোন খেলার সাথে যুক্ত?A) কুস্তিB) ব্যাডমিন্টন C) শুটিং D) দাবা Ans: C) শুটিং 28. বাড়িতে ব্যবহৃত বৈদ্যুতিক তার কোন ধাতুর তৈরী?A) তামাB) রুপা C) নিকেল D) এলুমিনিয়াম Ans: A) তামা 29. অস্তিত্বের জন্য সংগ্রাম কথাটি প্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন?A) ল্যামার্কB) আইনস্টাইন C) ডারউইন D) ফ্রেড্রিক Ans: B) আইনস্টাইন 30. বাদুড়ের গমন অঙ্গের নাম কি?A) স্ট্যার্থিনB) প্যাটেজিয়াম C) লাইকাস D) মর্ফিয়া Ans: B) প্যাটেজিয়াম |
31. চা এবং কফিতে কোন রাসায়নিক পদার্থটি পাওয়া যায়?A) ক্যাফিনB) ক্লোরোফিন C) নিকোটিন D) অ্যাসপিরিন Ans: A) ক্যাফিন 32. সুষম খাদ্যের মোট উপাদান—A) ৬ টিB) ৩ টি C) ৯ টি D) ৭ টি Ans: A) ৬ টি 33. ভারতের বর্তমান শিশু উন্নয়ন মন্ত্রী কে?A) স্মৃতি ইরানিB) নারায়ণ তাতু রানে C) অন্নপূর্ণা দেবী D) মনসুখ মান্ডাভিয়া Ans: C) অন্নপূর্ণা দেবী 34. কোনো সংখ্যার 60% = 120 হলে, সংখ্যাটি কত?A) 150B) 200 C) 240 D) 400 Ans: B) 200 35. A Writers People লিখেছেন—A) বিক্রম শেঠB) ডি.এস. নরপাল C) ঝুম্পা লাহিড়ী D) অরুন্ধতী রায় Ans: A) বিক্রম শেঠ 36. যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণের সম্মুখে পার্শীয় পরিবর্তন হয় না তা হল—A) APCB) PSR C) OMU D) BDO উঃ C) OMU 37. ভিটামিন সি -এর অপর নাম কী?A) সাইট্রিক অ্যাসিডB) ফলিক অ্যাসিড C) অ্যাসকরবিক অ্যাসিড D) রাইবোফ্লোবিন Ans: C) অ্যাসকরবিক অ্যাসিড 38. কোন রোগ প্রতিরোধের জন্য BCG টিকা ব্যবহার করা হয়?A) কলেরাB) যক্ষা C) ধনুষ্ঠংকার D) টাইফয়েড Ans: B) যক্ষা 39. নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়—A) আমাশয়B) কলেরা C) যক্ষা D) পোলিও Ans: D) পোলিও 40. জাতাইপুর পারমানবিক বিদ্যুৎ কেন্দ্রটি কোন রাজ্যে অবস্থিত?A) গুজরাতB) মহারাষ্ট্র C) উত্তরপ্রদেশ D) কর্নাটক Ans: B) মহারাষ্ট্র |