RRB NTPC Free MCQ Mock Test in Bengali Set-01 | RRB NTPC বিনামূল্যে MCQ মক টেস্ট বাংলা সেট-01

rrb-ntpc-free-mcq-mock-test-in-bengali-set-01

আগত RRB NTPC Graduate Level and 10+2 Undergraduate 12th Level পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে ও তোমাদের প্রস্তুতি কেমন তা যাচাই করতে আজ তোমাদের সঙ্গে RRB NTPC Free Mock Test in Bengali Set-01; এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে RRB NTPC পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নপত্র থেকে। সুতরাং দেরী না করে, মক টেস্টটিতে অংশ গ্রহণ করে নাও এবং তোমার Railway Recruitment Board "Non-Technical Popular Categories Exam" (RRB NTPC) প্রস্তুতি পরীক্ষা করে নাও।

The full form of RRB NTPC is - Railway Recruitment Board "Non-Technical Popular Categories exam"

NTPC Mock Test Free | ফ্রি NTPC বাংলা কুইজ Set-1

পরীক্ষায় অংশ নিতে "Start Exam" এ ক্লিক করুন | প্রয়োজন হলে নিচের MCQ Questions গুলো পড়ে নিন

প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

RRB NTPC (Graduate Level and 10+2 Undergraduate 12th Level) Mock Test Series Free Mock Test

1) শশাঙ্কের রাজধানীর নাম কি ?

A) মন্দাশোর
B) কাঞ্চিপুরম
C) কর্ণসুবর্ণ
D) পাটলিপুত্র

Ans: C) কর্ণসুবর্ণ

2) কোন দেশকে পৃথিবীর চিনির ভান্ডার বলা হয়?

A) থাইল্যান্ড
B) জাপান
C) কিউবা
D) চীন

Ans: C) কিউবা

3) তাজিব উল আখলাক পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কী?

A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B) দেবেন্দ্রনাথ ঠাকুর
C) শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ
D) স্যার সৈয়দ আহমেদ খাঁ

Ans: D) স্যার সৈয়দ আহমেদ খাঁ

4) যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?

A) অর্থ কমিশন
B) নীতি আয়োগ
C) লোকায়ুক্ত
D) কর্মসূচি কমিশন

Ans: B) নীতি আয়োগ

5) ছত্তিশগড়ের রাজধানীর নাম কী?

A) রায়পুর
B) পানাজি
C) গান্ধীনগর
D) চন্ডিগড়

Ans: A) রায়পুর

6) নিচের কোন ব্যক্তি কত্থক নৃত্যের সঙ্গে জড়িত?

A) কেলুচরণ মহাপাত্র
B) গোপি কৃষ্ণান
C) ভীমাবতি দেবী
D) বালমুরালি কৃষ্ণান

Ans: B) গোপি কৃষ্ণান

7) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?

A) মহাত্মা গান্ধী
B) মদনমোহন মালব্য
C) জহরলাল নেহরু
D) কোনোটিই নয়

Ans: B) মদনমোহন মালব্য

8) রুপী চিহ্নটি কোন বছর সরকারীভাবে গৃহীত হয় ?

A) ১৯৯৯ সালের ২১ আগস্ট
B) ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর
C) ২০০৭ সালের ২৭ ডিসেম্বর
D) ২০১০ সালের ১৫ জুলাই

Ans: D) ২০১০ সালের ১৫ জুলাই

9) প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কার রাজসভা অলংকৃত করতেন?

A) সমুদ্র গুপ্ত
B) অশোক
C) সম্রাট বিক্রমাদিত্য
D) আলাউদ্দিন খলজী

Ans: C) সম্রাট বিক্রমাদিত্য

10) ভারতীয় নবজাগরনের/উদারনীতিবাদের জনক কাকে বলা হয়?

A) হোমি জাহাঙ্গীর ভাবা
B) বাল গঙ্গাধর তিলক
C) রামমোহন রায়
D) মেগাস্থিনিস

Ans: C) রামমোহন রায়

11) কোন প্রাচীন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি পাওয়া যায় ?

A) মিশরীয় সভ্যতা
B) রোমান সভ্যতা
C) হরপ্পা সভ্যতা
D) সেলটিক সভ্যতা

Ans: A) মিশরীয় সভ্যতা

12) অসম এর রাজধানীর নাম কী?

A) হায়দ্রাবাদ
B) ইটানগর
C) দিসপুর
D) পাটনা

Ans: C) দিসপুর

13) অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কী?

A) হায়দ্রাবাদ
B) ইটানগর
C) দিসপুর
D) পাটনা

Ans: B) ইটানগর

14) কোন শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়?

A) মাদুরাই
B) বিশাখাপত্তনম
C) কোচি
D) চেন্নাই

Ans: A) মাদুরাই

15) নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান?

A) আনন্দপুর
B) অমৃতসর
C) তালবন্দী
D) নানদেদ

Ans: C) তালবন্দী

16) নিচের কোনটি অচিরাচরিত শক্তি নয়?

A) বায়ু গ্যাস থেকে উৎপন্ন শক্তি
B) ভূগর্ভের তাপশক্তি
C) সমুদ্রের ঢেউ থেকে প্রাপ্ত শক্তি
D) খনিজ তেল থেকে প্রাপ্ত শক্তি

Ans: D) খনিজ তেল থেকে প্রাপ্ত শক্তি

17) নিম্নের কোন ধাতুটিকে ধাতুরাজ বলা হয়?

A) ক্লোরিন
B) ব্রোমিন
C) ম্যাগনেসিয়াম
D) হিলিয়াম

Ans: C) ম্যাগনেসিয়াম

18) ভাস্কো-দা-গামা ভারতে কবে এসেছিলেন?

A) 1498
B) 1942
C) 1398
D) 1542

Ans: C) 1498

19) গৌড়বাহো কাব্যের রচয়িতা কে ছিলেন?

A) অশ্বঘোষ
B) ভদ্রবাহু
C) বাকপতিরাজ
D) হেমচন্দ্র

Ans: C) বাকপতিরাজ

20) কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন?

A) সমুদ্রগুপ্ত
B) দ্বিতীয় চন্দ্রগুপ্ত
C) কুমার গুপ্ত
D) স্কন্দগুপ্ত

Ans: D) স্কন্দগুপ্ত

RRB NTPC Graduate Level and Class 12th/XII Level বাংলায় MCQ মক টেস্ট

21) যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার -

A) আয়তন বাড়ে
B) ভর কমে
C) আয়তন কমে
D) ভর বাড়ে

Ans: C) আয়তন কমে

22) হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?

A) ফিনল্যান্ড
B) ইন্দোনেশিয়া
C) বেলজিয়াম
D) নরওয়ে

Ans: A) ফিনল্যান্ড

23) ফটোগ্রাফিক ফিল্মে আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া ঘটে ছবি ওঠে। এতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?

A) যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তি
B) আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি
C) স্থিতিশক্তি থেকে গতিশক্তি
D) রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি

Ans: B) আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি

24) ইতিহাসের জনক কাকে বলা হয়?

A) হোমি জাহাঙ্গীর ভাবা
B) বাল গঙ্গাধর তিলক
C) রামমোহন রায়
D) মেগাস্থিনিস

Ans: D) মেগাস্থিনিস

25) আমাদের জাতীয় পতাকার ধর্ম চক্রে কতগুলো স্পোক আছে?

A) 20
B) 22
C) 24
D) 26

Ans: C) 24

26) গান্ধীজিকে মহাত্মা অ্যাখ্যায় ভূষিত করেছিলেন?

A) রবীন্দ্রনাথ ঠাকুর
B) জওহরলাল নেহরু
C) সর্দার বল্লভভাই প্যাটেল
D) নেতাজি সুভাষচন্দ্র বসু

Ans: A) রবীন্দ্রনাথ ঠাকুর

27) নিচের কোন পদ্ধতিতে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?

A) শ্বসন
B) গাজন
C) সালোকসংশ্লেষ
D) সবাত শ্বসন

Ans: C) সালোকসংশ্লেষ

28) মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন?

A) 1914
B) 1915
C) 1916
D) 1919

Ans: B) 1915

29) ডালহৌসি শৈলশহর কোথায় অবস্থিত ?

A) অসম
B) হিমাচল প্রদেশ
C) ঝারখণ্ড
D) তামিলনাডু

Ans: B) হিমাচল প্রদেশ

30) কোন সুলতানি কবিকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় ?

A) আমীর খসরু
B) আবুল ফজল
C) অলবিরুনি
D) মিনহাজ উস সিরাজ

Ans: A) আমীর খসরু

31) ব্রাজিলের প্রচলিত মুদ্রাটির নাম কী?

A) টাকা
B) ডং
C) ইয়েন
D) রিয়েল

Ans: D) রিয়েল

32) ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?

A) সোডিয়াম কার্বনেট
B) সোডিয়াম সালফেট
C) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড
D) পটাশিয়াম কার্বনেট

Ans: B) সোডিয়াম কার্বনেট

33) কে ভারতীয় সংবিধানকে মূলত একটি সামাজিক নথি বলেছেন ?

A) কে সি পান্থ
B) জি অস্টিন
C) বি ডি সাভারকর
D) বি আর আম্বেদকর

Ans: B) জি অস্টিন

34) নানা ধরনের খাবার চাটনি তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়?

A) বেঞ্জিন
B) ভিনিগার
C) গ্লিসারল
D) ইথাইল অ্যালকোহল

Ans: B) ভিনিগার

35) কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান?

A) বাবর
B) হুমায়ুন
C) জাহাঙ্গীর
D) ঔরঙ্গজেব

Ans: B) হুমায়ুন

36) বিহারের রাজধানীর নাম কী?

A) হায়দ্রাবাদ
B) ইটানগর
C) দিসপুর
D) পাটনা

Ans: D) পাটনা

37) অমৃতবাজার পত্রিকা পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কী?

A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর
B) দেবেন্দ্রনাথ ঠাকুর
C) শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ
D) স্যার সৈয়দ আহমেদ খাঁ

Ans: C) শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ

38) নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা?

A) কার্বন ডাই অক্সাইড
B) অক্সিজেন
C) অ্যামোনিয়া
D) ক্লোরিন

Ans: C) অ্যামোনিয়া

39) নিম্নের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয় ?

A) ভেম্বানদ হ্রদ
B) চিল্কা হ্রদ
C) সম্বর হ্রদ
D) উলার হ্রদ

Ans: C) সম্বর হ্রদ

40) ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেন ?

A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়
B) লালা লাজপত রায়
C) সর্দার বল্লভভাই প্যাটেল
D) মহাত্মা গান্ধী

Ans: D) মহাত্মা গান্ধী

Read More

RRB NTPC Free MCQ Mock Test in Bengali Set-02 | RRB NTPC ফ্রি MCQ মক টেস্ট বাংলা সেট-02


এই আর্টিকেলটি তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। এতে দেওয়া তথ্যের সঠিকতা, পূর্ণতা, বা বর্তমানতার জন্য লেখক বা প্রকাশকের কোনও নিশ্চয়তা নেই। যে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে, পাঠককে নিজস্ব গবেষণা ও বিশ্লেষণ করার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলে ব্যবহৃত তথ্য বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত এবং পাঠকদের সুবিধার জন্য প্রদত্ত। তবে, প্রতিটি ব্যক্তির বা পরিস্থিতির জন্য তথ্যের প্রাসঙ্গিকতা ভিন্ন হতে পারে। সুতরাং, লেখক বা প্রকাশক কোনওরূপ ক্ষতি বা ক্ষতির জন্য দায়ী হবে না যা এই আর্টিকেল পড়ার কারণে হতে পারে।

বিষয়বস্তু পরিবর্তিত হতে পারে, এবং এর সময়মতো হালনাগাদ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পাঠককে অতিরিক্ত উৎস বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলটি কোনো বিশেষজ্ঞ পরামর্শ বা পরামর্শের বিকল্প নয় এবং এটি শুধুমাত্র সাধারণ তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত।

Biodata Format

Biodata For Job Template
Biodata For Job
CV For Job Template
CV For Job
Marriage Biodata Template 2
Marriage Biodata
Resume Job Template
Resume For Job
Marriage Biodata Template
Marriage Biodata

cv-curriculum-vitae-1

biodata-in-hindi-with-photo-template-1

cv-curriculum-vitae-3

free-hindi-marriage-biodata-format



About

Welcome to Free Biodata Maker! matrimonial bio data maker, Bio-data maker for job - Online marriage bio-data, Biodata format for Job. Cover page design, School, College project front page. Easy to create, easy to use, fully customizable, with elegantly attractive designed.

Connect with us

Useful links

Copyright design and developed by @ Free-Biodata-Maker
Alert: Content is protected !!