1) শশাঙ্কের রাজধানীর নাম কি ?A) মন্দাশোরB) কাঞ্চিপুরম C) কর্ণসুবর্ণ D) পাটলিপুত্র Ans: C) কর্ণসুবর্ণ 2) কোন দেশকে পৃথিবীর চিনির ভান্ডার বলা হয়?A) থাইল্যান্ডB) জাপান C) কিউবা D) চীন Ans: C) কিউবা 3) তাজিব উল আখলাক পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কী?A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরB) দেবেন্দ্রনাথ ঠাকুর C) শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ D) স্যার সৈয়দ আহমেদ খাঁ Ans: D) স্যার সৈয়দ আহমেদ খাঁ 4) যোজনা কমিশনের পরিবর্তে নিম্নের কোনটি কাজ করছে ?A) অর্থ কমিশনB) নীতি আয়োগ C) লোকায়ুক্ত D) কর্মসূচি কমিশন Ans: B) নীতি আয়োগ 5) ছত্তিশগড়ের রাজধানীর নাম কী?A) রায়পুরB) পানাজি C) গান্ধীনগর D) চন্ডিগড় Ans: A) রায়পুর 6) নিচের কোন ব্যক্তি কত্থক নৃত্যের সঙ্গে জড়িত?A) কেলুচরণ মহাপাত্রB) গোপি কৃষ্ণান C) ভীমাবতি দেবী D) বালমুরালি কৃষ্ণান Ans: B) গোপি কৃষ্ণান 7) বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় কে প্রতিষ্ঠা করেছিলেন?A) মহাত্মা গান্ধীB) মদনমোহন মালব্য C) জহরলাল নেহরু D) কোনোটিই নয় Ans: B) মদনমোহন মালব্য 8) রুপী চিহ্নটি কোন বছর সরকারীভাবে গৃহীত হয় ?A) ১৯৯৯ সালের ২১ আগস্টB) ২০০৪ সালের ৭ সেপ্টেম্বর C) ২০০৭ সালের ২৭ ডিসেম্বর D) ২০১০ সালের ১৫ জুলাই Ans: D) ২০১০ সালের ১৫ জুলাই 9) প্রাচীন ভারতের বিখ্যাত চিকিৎসক ধন্বন্তরি কার রাজসভা অলংকৃত করতেন?A) সমুদ্র গুপ্তB) অশোক C) সম্রাট বিক্রমাদিত্য D) আলাউদ্দিন খলজী Ans: C) সম্রাট বিক্রমাদিত্য 10) ভারতীয় নবজাগরনের/উদারনীতিবাদের জনক কাকে বলা হয়?A) হোমি জাহাঙ্গীর ভাবাB) বাল গঙ্গাধর তিলক C) রামমোহন রায় D) মেগাস্থিনিস Ans: C) রামমোহন রায় |
11) কোন প্রাচীন সভ্যতায় হায়ারোগ্লিফিক লিপি পাওয়া যায় ?A) মিশরীয় সভ্যতাB) রোমান সভ্যতা C) হরপ্পা সভ্যতা D) সেলটিক সভ্যতা Ans: A) মিশরীয় সভ্যতা 12) অসম এর রাজধানীর নাম কী?A) হায়দ্রাবাদB) ইটানগর C) দিসপুর D) পাটনা Ans: C) দিসপুর 13) অরুণাচল প্রদেশের রাজধানীর নাম কী?A) হায়দ্রাবাদB) ইটানগর C) দিসপুর D) পাটনা Ans: B) ইটানগর 14) কোন শহরকে দাক্ষিণাত্যের কাশি বলা হয়?A) মাদুরাইB) বিশাখাপত্তনম C) কোচি D) চেন্নাই Ans: A) মাদুরাই 15) নিচের কোনটি গুরু নানকের জন্মস্থান?A) আনন্দপুরB) অমৃতসর C) তালবন্দী D) নানদেদ Ans: C) তালবন্দী 16) নিচের কোনটি অচিরাচরিত শক্তি নয়?A) বায়ু গ্যাস থেকে উৎপন্ন শক্তিB) ভূগর্ভের তাপশক্তি C) সমুদ্রের ঢেউ থেকে প্রাপ্ত শক্তি D) খনিজ তেল থেকে প্রাপ্ত শক্তি Ans: D) খনিজ তেল থেকে প্রাপ্ত শক্তি 17) নিম্নের কোন ধাতুটিকে ধাতুরাজ বলা হয়?A) ক্লোরিনB) ব্রোমিন C) ম্যাগনেসিয়াম D) হিলিয়াম Ans: C) ম্যাগনেসিয়াম 18) ভাস্কো-দা-গামা ভারতে কবে এসেছিলেন?A) 1498B) 1942 C) 1398 D) 1542 Ans: C) 1498 19) গৌড়বাহো কাব্যের রচয়িতা কে ছিলেন?A) অশ্বঘোষB) ভদ্রবাহু C) বাকপতিরাজ D) হেমচন্দ্র Ans: C) বাকপতিরাজ 20) কোন গুপ্ত সম্রাট হুন আক্রমণ প্রতিহত করেছিলেন?A) সমুদ্রগুপ্তB) দ্বিতীয় চন্দ্রগুপ্ত C) কুমার গুপ্ত D) স্কন্দগুপ্ত Ans: D) স্কন্দগুপ্ত |
21) যখন বরফ গলে জলে পরিণত হয় তখন তার -A) আয়তন বাড়েB) ভর কমে C) আয়তন কমে D) ভর বাড়ে Ans: C) আয়তন কমে 22) হাজার হ্রদের দেশ কাকে বলা হয়?A) ফিনল্যান্ডB) ইন্দোনেশিয়া C) বেলজিয়াম D) নরওয়ে Ans: A) ফিনল্যান্ড 23) ফটোগ্রাফিক ফিল্মে আলো পড়লে রাসায়নিক বিক্রিয়া ঘটে ছবি ওঠে। এতে কোন শক্তি কোন শক্তিতে রূপান্তরিত হয়?A) যান্ত্রিক শক্তি থেকে তাপ শক্তিB) আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি C) স্থিতিশক্তি থেকে গতিশক্তি D) রাসায়নিক শক্তি থেকে গতিশক্তি Ans: B) আলোক শক্তি থেকে রাসায়নিক শক্তি 24) ইতিহাসের জনক কাকে বলা হয়?A) হোমি জাহাঙ্গীর ভাবাB) বাল গঙ্গাধর তিলক C) রামমোহন রায় D) মেগাস্থিনিস Ans: D) মেগাস্থিনিস 25) আমাদের জাতীয় পতাকার ধর্ম চক্রে কতগুলো স্পোক আছে?A) 20B) 22 C) 24 D) 26 Ans: C) 24 26) গান্ধীজিকে মহাত্মা অ্যাখ্যায় ভূষিত করেছিলেন?A) রবীন্দ্রনাথ ঠাকুরB) জওহরলাল নেহরু C) সর্দার বল্লভভাই প্যাটেল D) নেতাজি সুভাষচন্দ্র বসু Ans: A) রবীন্দ্রনাথ ঠাকুর 27) নিচের কোন পদ্ধতিতে আলোকশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়?A) শ্বসনB) গাজন C) সালোকসংশ্লেষ D) সবাত শ্বসন Ans: C) সালোকসংশ্লেষ 28) মহাত্মা গান্ধী দক্ষিণ আফ্রিকা ত্যাগ করে কত খ্রিস্টাব্দে ভারতে ফিরে আসেন?A) 1914B) 1915 C) 1916 D) 1919 Ans: B) 1915 29) ডালহৌসি শৈলশহর কোথায় অবস্থিত ?A) অসমB) হিমাচল প্রদেশ C) ঝারখণ্ড D) তামিলনাডু Ans: B) হিমাচল প্রদেশ 30) কোন সুলতানি কবিকে হিন্দুস্থানের তোতাপাখি বলা হয় ?A) আমীর খসরুB) আবুল ফজল C) অলবিরুনি D) মিনহাজ উস সিরাজ Ans: A) আমীর খসরু |
31) ব্রাজিলের প্রচলিত মুদ্রাটির নাম কী?A) টাকাB) ডং C) ইয়েন D) রিয়েল Ans: D) রিয়েল 32) ওয়াশিং সোডার রাসায়নিক নাম কি ?A) সোডিয়াম কার্বনেটB) সোডিয়াম সালফেট C) অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড D) পটাশিয়াম কার্বনেট Ans: B) সোডিয়াম কার্বনেট 33) কে ভারতীয় সংবিধানকে মূলত একটি সামাজিক নথি বলেছেন ?A) কে সি পান্থB) জি অস্টিন C) বি ডি সাভারকর D) বি আর আম্বেদকর Ans: B) জি অস্টিন 34) নানা ধরনের খাবার চাটনি তৈরি করতে কোনটি ব্যবহার করা হয়?A) বেঞ্জিনB) ভিনিগার C) গ্লিসারল D) ইথাইল অ্যালকোহল Ans: B) ভিনিগার 35) কোন মুঘল সম্রাট সিঁড়ি থেকে অকস্মাৎ পতনের ফলে মারা যান?A) বাবরB) হুমায়ুন C) জাহাঙ্গীর D) ঔরঙ্গজেব Ans: B) হুমায়ুন 36) বিহারের রাজধানীর নাম কী?A) হায়দ্রাবাদB) ইটানগর C) দিসপুর D) পাটনা Ans: D) পাটনা 37) অমৃতবাজার পত্রিকা পত্রিকাটির প্রতিষ্ঠাতার নাম কী?A) ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরB) দেবেন্দ্রনাথ ঠাকুর C) শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ D) স্যার সৈয়দ আহমেদ খাঁ Ans: C) শিশিরকুমার ঘোষ ও মতিলাল ঘোষ 38) নিচের কোন গ্যাসটি বায়ু অপেক্ষা হালকা?A) কার্বন ডাই অক্সাইডB) অক্সিজেন C) অ্যামোনিয়া D) ক্লোরিন Ans: C) অ্যামোনিয়া 39) নিম্নের কোন হ্রদ থেকে খাদ্য লবণ তৈরি হয় ?A) ভেম্বানদ হ্রদB) চিল্কা হ্রদ C) সম্বর হ্রদ D) উলার হ্রদ Ans: C) সম্বর হ্রদ 40) ইন্ডিয়ান ওপিনিয়ন নামক সংবাদপত্র কে চালু করেন ?A) উমেশচন্দ্র বন্দ্যোপাধ্যায়B) লালা লাজপত রায় C) সর্দার বল্লভভাই প্যাটেল D) মহাত্মা গান্ধী Ans: D) মহাত্মা গান্ধী |