1) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?A) 12714 কিমিB) 13700 কিমি C) 12765 কিমি D) 12756 কিমি Ans: D) 12756 কিমি 2) অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় কত সালে?A) 1887 খ্রিস্টাব্দেB) 1880 খ্রিস্টাব্দে C) 1877 খ্রিস্টাব্দে D) 1905 খ্রিস্টাব্দে Ans: A) 1887 খ্রিস্টাব্দে 3) মানুষের মস্তিষ্কে কতগুলো স্নায়ুকোষ থাকে?A) প্রায় 10 লাখB) প্রায় 10 হাজার C) প্রায় 50 লাখ D) প্রায় 10 শতকোটি Ans: D) প্রায় 10 শতকোটি 4) গ্যাসের উষ্ণতা বাড়ায় বাষ্প ঘনত্ব কি হয়?A) বাড়েB) কমে C) অপরিবর্তিত থাকে D) প্রথমে বাড়ে পরে কমে Ans: C) অপরিবর্তিত থাকে 5) আমাদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে?A) হৃদয়B) মন C) মস্তিষ্ক D) অভ্যাস Ans: C) মস্তিষ্ক 6) Black Death ও White Death নামে পরিচিত কে?A) কালাজ্বর ও জ্বরB) প্লেগ ও যক্ষ্মা C) হাম ও বসন্ত D) সবগুলো Ans: B) প্লেগ ও যক্ষ্মা 7) নিচের কোনটিতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে?A) বাজরাB) ভুট্টা C) জোয়ার D) গম Ans: B) ভুট্টা 8) লোহার বাদামী রঙের মরিচার রাসায়নিক নাম কি?A) আর্দ্র ফেরিক অক্সাইডB) ফেরিক হাইড্রক্সাইড C) ফেরিক ক্লোরাইড D) ফেরিক হাইড্রক্সাইড ও অক্সাইড Ans: D) ফেরিক হাইড্রক্সাইড ও অক্সাইড 9) ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না?A) শর্করাB) গ্লুকোজ C) এপিনেফ্রিন D) ইনসুলিন Ans: D) ইনসুলিন 10) কোন সম্পর্কটি সঠিক?A) আয়তন × ভর = ঘনত্বB) বেগ = দূরত্ব ÷ সময় C) ত্বরণ = সরণ÷ সময় D) ভর × সরণ ÷ সময় = ভরবেগ Ans: D) ভর × সরণ ÷ সময় = ভরবেগ |
11) ক্রোমোজোমের মেরুকরণ হয় কোন দশায়?A) প্রোফেজ দশাB) অ্যানাফেজ দশায় C) টেলোফেজ দশায় D) সবকটি দশায় Ans: B) অ্যানাফেজ দশায় 12) ফতেপুর সিক্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত?A) উত্তরপ্রদেশB) পশ্চিমবঙ্গ C) কর্নাটক D) তামিলনাড়ু Ans: A) উত্তরপ্রদেশ 13) সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?A) উত্তরপ্রদেশB) পশ্চিমবঙ্গ C) কর্নাটক D) তামিলনাড়ু Ans: B) পশ্চিমবঙ্গ 14) ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?A) ফুটবলB) ক্রিকেট C) বাস্কেটবল D) বিলিয়ার্ড/স্নুকার Ans: A) ফুটবল 15) লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?A) গঙ্গাB) গোমতী C) যমুনা D) সবরমতী Ans: B) গোমতী 16) দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?A) গঙ্গাB) গোমতী C) যমুনা D) সবরমতী Ans: C) যমুনা 17) ভুটানের দীর্ঘতম নদীর নাম কি ?A) মানসB) কাবেরী C) সিন্ধু D) ব্রহ্মপুত্র Ans: A) মানস 18) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?A) সুরেন্দ্রনাথ ব্যানার্জিB) কেশবচন্দ্র সেন C) বাল গঙ্গাধর তিলক D) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় Ans: B) কেশবচন্দ্র সেন 19) কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরী হয় ?A) ক্রেবস চক্রB) গ্লাইকোলিসিস চক্র C) অরনিথিন চক্র D) কোনটিই নয় Ans: C) অরনিথিন চক্র 20) মুহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন ?A) মাদুরাইB) বিজয়নগর C) ওয়ারঙ্গল D) দেবগিরি Ans: D) দেবগিরি |
21) গঙ্গা-ব্রহ্মপুত্র সম্মিলিত জলাধার কি নামে পরিচিতি ?A) মেঘনাB) সংপো C) পদ্মা D) যমুনা Ans: A) মেঘনা 22) নিম্নলিখিত কার উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন ?A) স্পিকারB) রাষ্ট্রপতি C) অ্যাটর্নি জেনারেল D) প্রধান বিচারপতি Ans: B) রাষ্ট্রপতি 23) গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?A) হিডন পিকB) সান্দাকুফু C) গোরক্ষনাথ D) কোনটি না Ans: C) গোরক্ষনাথ 24) কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় ?A) লর্ড ক্যানিংB) লর্ড বেন্টিঙ্ক C) লর্ড ডালহৌসি D) ড. নাথানিয়েল ওয়ালিচ Ans: D) ড. নাথানিয়েল ওয়ালিচ 25) লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে ?A) দ্বিতীয় ভাস্করB) হরিলাল সেন C) নীলা মুখার্জী D) অমিত মিত্র Ans: A) দ্বিতীয় ভাস্কর 26) হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় ?A) ফারাওB) নিজাম C) সম্রাট D) নবাব Ans: B) নিজাম 27) কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম হল -A) অক্সিনB) জিব্বেরেলিন C) সাইটোকাইনিন D) ইথিলিন Ans: D) ইথিলিন 28) শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল -A) নস্টকB) লাইকেন C) রাস্না D) কোনটিই নয় Ans: B) লাইকেন 29) চিংড়ির রক্ত রঞ্জক কি ?A) হিমোগ্লোবিনB) হিমোসায়ানিন C) হিমোত্ররিথ্রিন D) মায়োগ্লোবিন Ans: B) হিমোসায়ানিন 30) অগ্নিনির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হল -A) নিয়নB) নাইট্রোজেন C) কার্বন-ডাই-অক্সাইড D) কার্বন মনোক্সাইড Ans: C) কার্বন-ডাই-অক্সাইড |
31) নিম্নলিখিত কোন অ্যাসিডটি চা-এ পাওয়া যায় ?A) ইউরিক অ্যাসিডB) ম্যালিক অ্যাসিড C) ল্যাকটিক অ্যাসিড D) ট্যানিক অ্যাসিড Ans: D) ট্যানিক অ্যাসিড 32) E = mc² সমীকরণে c প্রকাশ করে -A) তড়িৎ প্রবাহকেB) ধারকত্বকে C) শূন্য মাধ্যমে আলোর বেগকে D) যে কোন ধ্রুবককে Ans: C) শূন্য মাধ্যমে আলোর বেগকে 33) মানব শরীরের বৃহত্তম ধমনী হল -A) পালমোনারি ধমনীB) পালমোনারি শিরা C) এ্যাবডোমিনাল এ্যাওর্টা D) অ্যামবিলিক্যাল ধমনী Ans: C) এ্যাবডোমিনাল এ্যাওর্টা 34) গির ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত ?A) বাঘB) গন্ডার C) সিংহ D) চিতা Ans: C) সিংহ 35) সূর্য শক্তি পায় প্রধানত যে প্রক্রিয়া দ্বারা -A) ফিসনB) ফিউশন C) রেডিয়েশন D) এক্সপ্লোশন Ans: 1B) ফিউশন 36) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচে দেওয়া কোন শহরটিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল ?A) টোকিওB) ওসাকা C) নাগাসাকি D) কুয়েটো Ans: C) নাগাসাকি 37) গোমতেশ্বর মন্দির কোথায় অবস্থিত?A) কর্ণাটকB) উত্তর প্রদেশ C) পশ্চিমবঙ্গ D) আসাম Ans: A) কর্ণাটক 38) গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত?A) অস্ট্রেলিয়াB) দক্ষিণ আফ্রিকা (এঙ্গোলা এবং নামিবিয়া) C) দক্ষিণ আমেরিকা (চিলি এবং পেরু) D) আফগানিস্তান Ans: A) অস্ট্রেলিয়া 39) নাম্বি মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত?A) অস্ট্রেলিয়াB) দক্ষিণ আফ্রিকা (এঙ্গোলা এবং নামিবিয়া) C) দক্ষিণ আমেরিকা (চিলি এবং পেরু) D) আফগানিস্তান Ans: B) দক্ষিণ আফ্রিকা (এঙ্গোলা এবং নামিবিয়া) 40) কেওলাদেও -ঘানা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?A) আসামB) রাজস্থান C) মধ্যপ্রদেশ D) কর্ণাটক Ans: B) রাজস্থান |