RRB NTPC Free MCQ Mock Test in Bengali Set-02 | RRB NTPC ফ্রি MCQ মক টেস্ট বাংলা সেট-02

rrb-ntpc-free-mcq-mock-test-in-bengali-set-02

আগত RRB NTPC Graduate Level and 10+2 Undergraduate 12th Level পরীক্ষার প্রস্তুতিতে তোমাদের সঠিকভাবে প্রস্তুত করে তুলতে ও তোমাদের প্রস্তুতি কেমন তা যাচাই করতে আজ তোমাদের সঙ্গে RRB NTPC Free Mock Test in Bengali Set-02; এই প্রশ্নগুলি নেওয়া হয়েছে RRB NTPC পরীক্ষার বিগত কয়েক বছরের প্রশ্নপত্র থেকে। সুতরাং দেরী না করে, মক টেস্টটিতে অংশ গ্রহণ করে নাও এবং তোমার Railway Recruitment Board "Non-Technical Popular Categories Exam" (RRB NTPC) প্রস্তুতি পরীক্ষা করে নাও।

The full form of RRB NTPC is - Railway Recruitment Board "Non-Technical Popular Categories exam"

NTPC Mock Test Free | ফ্রি NTPC বাংলা কুইজ Set-02

পরীক্ষায় অংশ নিতে "Start Exam" এ ক্লিক করুন | প্রয়োজন হলে নিচের MCQ Questions গুলো পড়ে নিন

প্রতিটি প্রশ্নের জন্য সময় 60 সেকেন্ড
Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

RRB NTPC (Graduate Level and 10+2 Undergraduate 12th Level) Mock Test Series Free Mock Test

1) পৃথিবীর নিরক্ষীয় ব্যাস কত?

A) 12714 কিমি
B) 13700 কিমি
C) 12765 কিমি
D) 12756 কিমি

Ans: D) 12756 কিমি

2) অন্ধদের জন্য প্রথম বিদ্যালয় স্থাপিত হয় কত সালে?

A) 1887 খ্রিস্টাব্দে
B) 1880 খ্রিস্টাব্দে
C) 1877 খ্রিস্টাব্দে
D) 1905 খ্রিস্টাব্দে

Ans: A) 1887 খ্রিস্টাব্দে

3) মানুষের মস্তিষ্কে কতগুলো স্নায়ুকোষ থাকে?

A) প্রায় 10 লাখ
B) প্রায় 10 হাজার
C) প্রায় 50 লাখ
D) প্রায় 10 শতকোটি

Ans: D) প্রায় 10 শতকোটি

4) গ্যাসের উষ্ণতা বাড়ায় বাষ্প ঘনত্ব কি হয়?

A) বাড়ে
B) কমে
C) অপরিবর্তিত থাকে
D) প্রথমে বাড়ে পরে কমে

Ans: C) অপরিবর্তিত থাকে

5) আমাদের দেহ ও মনের মধ্যে সমন্বয় সাধন করে?

A) হৃদয়
B) মন
C) মস্তিষ্ক
D) অভ্যাস

Ans: C) মস্তিষ্ক

6) Black Death ও White Death নামে পরিচিত কে?

A) কালাজ্বর ও জ্বর
B) প্লেগ ও যক্ষ্মা
C) হাম ও বসন্ত
D) সবগুলো

Ans: B) প্লেগ ও যক্ষ্মা

7) নিচের কোনটিতে ক্যালসিয়াম সবচেয়ে বেশি পরিমাণে থাকে?

A) বাজরা
B) ভুট্টা
C) জোয়ার
D) গম

Ans: B) ভুট্টা

8) লোহার বাদামী রঙের মরিচার রাসায়নিক নাম কি?

A) আর্দ্র ফেরিক অক্সাইড
B) ফেরিক হাইড্রক্সাইড
C) ফেরিক ক্লোরাইড
D) ফেরিক হাইড্রক্সাইড ও অক্সাইড

Ans: D) ফেরিক হাইড্রক্সাইড ও অক্সাইড

9) ডায়াবেটিস মেলিটাসে আক্রান্ত ব্যক্তি যথেষ্ট পরিমাণে ক্ষরণ করতে পারে না?

A) শর্করা
B) গ্লুকোজ
C) এপিনেফ্রিন
D) ইনসুলিন

Ans: D) ইনসুলিন

10) কোন সম্পর্কটি সঠিক?

A) আয়তন × ভর = ঘনত্ব
B) বেগ = দূরত্ব ÷ সময়
C) ত্বরণ = সরণ÷ সময়
D) ভর × সরণ ÷ সময় = ভরবেগ

Ans: D) ভর × সরণ ÷ সময় = ভরবেগ

11) ক্রোমোজোমের মেরুকরণ হয় কোন দশায়?

A) প্রোফেজ দশা
B) অ্যানাফেজ দশায়
C) টেলোফেজ দশায়
D) সবকটি দশায়

Ans: B) অ্যানাফেজ দশায়

12) ফতেপুর সিক্রি ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A) উত্তরপ্রদেশ
B) পশ্চিমবঙ্গ
C) কর্নাটক
D) তামিলনাড়ু

Ans: A) উত্তরপ্রদেশ

13) সুন্দরবন জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A) উত্তরপ্রদেশ
B) পশ্চিমবঙ্গ
C) কর্নাটক
D) তামিলনাড়ু

Ans: B) পশ্চিমবঙ্গ

14) ডুরান্ড কাপ কোন খেলার সাথে যুক্ত?

A) ফুটবল
B) ক্রিকেট
C) বাস্কেটবল
D) বিলিয়ার্ড/স্নুকার

Ans: A) ফুটবল

15) লক্ষ্ণৌ শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

A) গঙ্গা
B) গোমতী
C) যমুনা
D) সবরমতী

Ans: B) গোমতী

16) দিল্লি শহরটি কোন নদীর তীরে অবস্থিত?

A) গঙ্গা
B) গোমতী
C) যমুনা
D) সবরমতী

Ans: C) যমুনা

17) ভুটানের দীর্ঘতম নদীর নাম কি ?

A) মানস
B) কাবেরী
C) সিন্ধু
D) ব্রহ্মপুত্র

Ans: A) মানস

18) ইন্ডিয়ান মিরর পত্রিকার সম্পাদক কে ছিলেন ?

A) সুরেন্দ্রনাথ ব্যানার্জি
B) কেশবচন্দ্র সেন
C) বাল গঙ্গাধর তিলক
D) হরিশ্চন্দ্র মুখোপাধ্যায়

Ans: B) কেশবচন্দ্র সেন

19) কোন চক্র দ্বারা প্রোটিন থেকে ইউরিয়া তৈরী হয় ?

A) ক্রেবস চক্র
B) গ্লাইকোলিসিস চক্র
C) অরনিথিন চক্র
D) কোনটিই নয়

Ans: C) অরনিথিন চক্র

20) মুহাম্মদ বিন তুঘলক তার রাজধানী দিল্লি থেকে কোথায় স্থানান্তরিত করেছিলেন ?

A) মাদুরাই
B) বিজয়নগর
C) ওয়ারঙ্গল
D) দেবগিরি

Ans: D) দেবগিরি

RRB NTPC Graduate Level and Class 12th/XII Level বাংলায় MCQ মক টেস্ট

21) গঙ্গা-ব্রহ্মপুত্র সম্মিলিত জলাধার কি নামে পরিচিতি ?

A) মেঘনা
B) সংপো
C) পদ্মা
D) যমুনা

Ans: A) মেঘনা

22) নিম্নলিখিত কার উপস্থিতিতে ভাইস প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেন ?

A) স্পিকার
B) রাষ্ট্রপতি
C) অ্যাটর্নি জেনারেল
D) প্রধান বিচারপতি

Ans: B) রাষ্ট্রপতি

23) গিরনার পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ কোনটি ?

A) হিডন পিক
B) সান্দাকুফু
C) গোরক্ষনাথ
D) কোনটি না

Ans: C) গোরক্ষনাথ

24) কার তত্ত্বাবধানে ভারতীয় জাদুঘর স্থাপিত হয় ?

A) লর্ড ক্যানিং
B) লর্ড বেন্টিঙ্ক
C) লর্ড ডালহৌসি
D) ড. নাথানিয়েল ওয়ালিচ

Ans: D) ড. নাথানিয়েল ওয়ালিচ

25) লীলাবতী গণিত শাস্ত্রের রচয়িতা কে ?

A) দ্বিতীয় ভাস্কর
B) হরিলাল সেন
C) নীলা মুখার্জী
D) অমিত মিত্র

Ans: A) দ্বিতীয় ভাস্কর

26) হায়দ্রাবাদের শাসককে কি বলা হয় ?

A) ফারাও
B) নিজাম
C) সম্রাট
D) নবাব

Ans: B) নিজাম

27) কাঁচা ফল পাকাতে ব্যবহৃত হরমোনটির নাম হল -

A) অক্সিন
B) জিব্বেরেলিন
C) সাইটোকাইনিন
D) ইথিলিন

Ans: D) ইথিলিন

28) শৈবাল ও ছত্রাক এর সমন্বয়ে গঠিত উদ্ভিদ হল -

A) নস্টক
B) লাইকেন
C) রাস্না
D) কোনটিই নয়

Ans: B) লাইকেন

29) চিংড়ির রক্ত রঞ্জক কি ?

A) হিমোগ্লোবিন
B) হিমোসায়ানিন
C) হিমোত্ররিথ্রিন
D) মায়োগ্লোবিন

Ans: B) হিমোসায়ানিন

30) অগ্নিনির্বাপনে যে গ্যাস ব্যবহার করা হয় তা হল -

A) নিয়ন
B) নাইট্রোজেন
C) কার্বন-ডাই-অক্সাইড
D) কার্বন মনোক্সাইড

Ans: C) কার্বন-ডাই-অক্সাইড

31) নিম্নলিখিত কোন অ্যাসিডটি চা-এ পাওয়া যায় ?

A) ইউরিক অ্যাসিড
B) ম্যালিক অ্যাসিড
C) ল্যাকটিক অ্যাসিড
D) ট্যানিক অ্যাসিড

Ans: D) ট্যানিক অ্যাসিড

32) E = mc² সমীকরণে c প্রকাশ করে -

A) তড়িৎ প্রবাহকে
B) ধারকত্বকে
C) শূন্য মাধ্যমে আলোর বেগকে
D) যে কোন ধ্রুবককে

Ans: C) শূন্য মাধ্যমে আলোর বেগকে

33) মানব শরীরের বৃহত্তম ধমনী হল -

A) পালমোনারি ধমনী
B) পালমোনারি শিরা
C) এ্যাবডোমিনাল এ্যাওর্টা
D) অ্যামবিলিক্যাল ধমনী

Ans: C) এ্যাবডোমিনাল এ্যাওর্টা

34) গির ন্যাশনাল পার্ক কি জন্য বিখ্যাত ?

A) বাঘ
B) গন্ডার
C) সিংহ
D) চিতা

Ans: C) সিংহ

35) সূর্য শক্তি পায় প্রধানত যে প্রক্রিয়া দ্বারা -

A) ফিসন
B) ফিউশন
C) রেডিয়েশন
D) এক্সপ্লোশন

Ans: 1B) ফিউশন

36) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নিচে দেওয়া কোন শহরটিতে পরমাণু বোমা ফেলা হয়েছিল ?

A) টোকিও
B) ওসাকা
C) নাগাসাকি
D) কুয়েটো

Ans: C) নাগাসাকি

37) গোমতেশ্বর মন্দির কোথায় অবস্থিত?

A) কর্ণাটক
B) উত্তর প্রদেশ
C) পশ্চিমবঙ্গ
D) আসাম

Ans: A) কর্ণাটক

38) গ্রেট ভিক্টোরিয়া মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত?

A) অস্ট্রেলিয়া
B) দক্ষিণ আফ্রিকা (এঙ্গোলা এবং নামিবিয়া)
C) দক্ষিণ আমেরিকা (চিলি এবং পেরু)
D) আফগানিস্তান

Ans: A) অস্ট্রেলিয়া

39) নাম্বি মরুভূমি নিম্নের কোথায় অবস্থিত?

A) অস্ট্রেলিয়া
B) দক্ষিণ আফ্রিকা (এঙ্গোলা এবং নামিবিয়া)
C) দক্ষিণ আমেরিকা (চিলি এবং পেরু)
D) আফগানিস্তান

Ans: B) দক্ষিণ আফ্রিকা (এঙ্গোলা এবং নামিবিয়া)

40) কেওলাদেও -ঘানা জাতীয় উদ্যান ভারতের কোন রাজ্যে অবস্থিত?

A) আসাম
B) রাজস্থান
C) মধ্যপ্রদেশ
D) কর্ণাটক

Ans: B) রাজস্থান

Read More

RRB NTPC Free MCQ Mock Test in Bengali Set-01 | RRB NTPC ফ্রি MCQ মক টেস্ট বাংলা সেট-01


এই আর্টিকেলটি তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। এতে দেওয়া তথ্যের সঠিকতা, পূর্ণতা, বা বর্তমানতার জন্য লেখক বা প্রকাশকের কোনও নিশ্চয়তা নেই। যে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে, পাঠককে নিজস্ব গবেষণা ও বিশ্লেষণ করার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলে ব্যবহৃত তথ্য বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত এবং পাঠকদের সুবিধার জন্য প্রদত্ত। তবে, প্রতিটি ব্যক্তির বা পরিস্থিতির জন্য তথ্যের প্রাসঙ্গিকতা ভিন্ন হতে পারে। সুতরাং, লেখক বা প্রকাশক কোনওরূপ ক্ষতি বা ক্ষতির জন্য দায়ী হবে না যা এই আর্টিকেল পড়ার কারণে হতে পারে।

বিষয়বস্তু পরিবর্তিত হতে পারে, এবং এর সময়মতো হালনাগাদ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পাঠককে অতিরিক্ত উৎস বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলটি কোনো বিশেষজ্ঞ পরামর্শ বা পরামর্শের বিকল্প নয় এবং এটি শুধুমাত্র সাধারণ তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত।

Biodata Format

Biodata For Job Template
Biodata For Job
CV For Job Template
CV For Job
Marriage Biodata Template 2
Marriage Biodata
Resume Job Template
Resume For Job
Marriage Biodata Template
Marriage Biodata

cv-curriculum-vitae-1

biodata-in-hindi-with-photo-template-1

cv-curriculum-vitae-3

free-hindi-marriage-biodata-format



About

Welcome to Free Biodata Maker! matrimonial bio data maker, Bio-data maker for job - Online marriage bio-data, Biodata format for Job. Cover page design, School, College project front page. Easy to create, easy to use, fully customizable, with elegantly attractive designed.

Connect with us

Useful links

Copyright design and developed by @ Free-Biodata-Maker
Alert: Content is protected !!