1. কবে ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয়?A) 1980 সালেB) 1989 সালে C) 1973 সালে D) 11972 সালে Ans: C) 1973 সালে 2. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?A) AB) E C) D D) C Ans: A) A 3. কবে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়?A) 1976 সালেB) 1972 সালে C) 1987 সালে D) 1992 সালে Ans: B) 1972 সালে 4. একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কয়টি?A) 5 টিB) 8 টি C) 4 টি D) 2 টি Ans: C) 4 টি 5. ভারতের জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?A) হিন্দু কলেজB) স্কটিশ চার্চ কলেজ C) গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ D) বোম্বে বিশ্ববিদ্যালয় Ans: C) গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ 6. রক্ত তঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে?A) DB) C C) B D) K Ans: D) K 7. কনজাংটিভাইটিস হল—A) চোখের রোগB) দাঁতের রোগ C) কানের রোগ D) হাড়ের রোগ Ans: A) চোখের রোগ 8. ICDS হল একটি—A) শিশু ও নারী বিকাশ প্রকল্পB) যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প C) সমাজ সেবামূলক সংস্থা D) শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ Ans: A) শিশু ও নারী বিকাশ প্রকল্প 9. শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণ গুলি কি?A) অল্প ওজন বা অপরিণত বৃদ্ধিB) পর্যাপ্ত পুষ্টির অভাব C) সংক্রামক রোগের আক্রমণ D) উপরের সবকটি Ans: D) উপরের সবকটি 10. মানুষের রেচন-অঙ্গ কী?A) মুখ্যত বৃক্ব, ত্বক এবং ফুসফুসB) যকৃৎ ও বৃক্ব C) ত্বক ও বৃহদন্ত্র D) এদের কোনোটিই নয় Ans: A) মুখ্যত বৃক্ব ত্বক এবং ফুসফুস 11. AIDS রোগের ভাইরাস বাহিত হয়—A) লালারসের মাধ্যমেB) রক্তের মাধ্যমে C) ঘামের মাধ্যমে D) মূত্রের মাধ্যমে Ans: B) রক্তের মাধ্যমে 12. ICDS কথাটির পুরো নাম কী?A) Integrated Child Development SchemeB) Integrated Children Development Scheme C) Integrated Child Development Services D) Indian Children Development Scheme Ans: C) Integrated Child Development Services 13. মায়োসিস প্রক্রিয়ায় শরীরের নিম্নলিখিত কোন্ অঙ্গে কোষবিভাজন হয়?A) শুক্রাশয়েB) অগ্নাশয় C) নখে D) হাড়ে Ans: A) শুক্রাশয়ে 14. পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদী?A) যমুনাB) হুগলি C) গঙ্গা D) ব্রহ্মপুত্র Ans: C) গঙ্গা 15. একটি আয়তঘনক -এর কতগুলি শীর্ষবিন্দু?A) 3 টিB) 5 টি C) 4 টি D) 8 টি Ans: D) 8 টি 16. কবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয়?A) 1973 সালেB) 1980 সালে C) 1976 সালে D) 1987 সালে Ans: B) 1980 সালে 17. স্কার্ভি রোগ হয় কোন্ ভিটামিন -এর অভাবে?A) CB) E C) A D) K Ans: A) C 18. মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?A) 1995 সালেB) 1977 সালে C) 1980 সালে D) 1985 সালে Ans: A) 1995 সালে 19. UNICEF -এর সম্পূর্ণ নাম কী?A) Union Nation International Childrens Emergency FederationB) United Nations International Child Emergency Federation C) Union Nation International Childrens Emergency Fund D) United Nations International Childrens Emergency Fund Ans: D) United Nations International Childrens Emergency Fund 20. উদ্ভিদের কোন্ জীবনক্রিয়া আলোকদশা ও অন্ধকার দশায় বিভক্ত?A) বাষ্পমোচনB) সালোকসংশ্লেষ C) রেচন D) শ্বসন Ans: B) সালোকসংশ্লেষ |
21. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?A) ভিটামিন EB) ভিটামিন A C) ভিটামিন D D) ভিটামিন C Ans: C) ভিটামিন D 22. ভারত সরকার পরিবেশ মন্ত্রক কোন সালে গঠিত হয়?A) 1976 সালেB) 1980 সালে C) 1995 সালে D) 1986 সালে Ans: B) 1980 সালে 23. একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কয়টি?A) 3 টিB) 5 টি C) 2 টি D) 4 টি Ans: C) 2 টি 24. পশ্চিমবঙ্গের রাজধানী শহর কী?A) কলকাতাB) ঢাকা C) শিলিগুড়ি D) হাওড়া Ans: A) কলকাতা 25. নিম্নলিখিত কোন্ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়?A) অভিস্রবণB) ব্যাপন C) পরিবহন D) এদের কোনোটিতেই নয় Ans: A) অভিস্রবণ 26. ICDS প্রকল্পটি কবে চালু হয়?A) ১৯৯৫ সালের ৫ই জুনB) ১৯৭৫ সালের ২রা অক্টোবর C) ১৯৯০ সালের ১৪ই নভেম্বর D) ১৯৭৫ সালের ১৪ই নভেম্বর Ans: B) ১৯৭৫ সালের ২রা অক্টোবর 27. ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে বলে—A) ক্যাপসোমিয়ারB) এনভেলপ C) ক্যাপসিড D) পেলপোমিয়ার Ans: C) ক্যাপসিড 28. একটি ভাইরাস ঘটিত রোগের নাম কী?A) ম্যালেরিয়াB) AIDS C) আমাশয় D) যক্ষা Ans: B) AIDS 29. HIV -হলো একধরনের—A) DNA যুক্ত ভাইরাসB) RNA যুক্ত ভাইরাস C) DNA ও RNA যুক্ত ভাইরাস D) কোনোটিই নয় Ans: B) RNA যুক্ত ভাইরাস 30. নিউরনের লম্বা প্রবর্ধকটির নাম হল—A) ডেনড্রনB) সাইন্যাপসিস C) অ্যাক্সিন D) কোনোটিই নয় Ans: C) অ্যাক্সিন 31. একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কী?A) নিউমোনিয়াB) ইনফ্লুয়েঞ্জা C) আমাশয় D) ম্যালেরিয়া Ans: A) নিউমোনিয়া 32. ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?A) ইন্দিরা গান্ধীB) রাজীব গান্ধী C) মোরারাজি দেশাই D) অটল বিহারী বাজপেয়ী Ans: A) ইন্দিরা গান্ধী 33. অস্থি এক প্রকার—A) আবরণী কলাB) ক্ষরণকারী কলা C) যোগকলা D) কোনোটিই নয় Ans: C) যোগকলা 34. কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য পরিচিত?A) সুভাষ চন্দ্র বসুB) রাজা রামমোহন রায় C) স্বামী বিবেকানন্দ D) সর্দার প্যাটেল Ans: B) রাজা রামমোহন রায় 35. একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল থাকে?A) 5 টিB) 7 টি C) 4 টি D) 2 টি Ans: D) 2 টি 36. কবে জীববৈচিত্র্য পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়?A) 1987 সালেB) 1978 সালে C) 1986 সালে D) 1976 সালে Ans: C) 1986 সালে 37. বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে?A) ভিটামিন EB) ভিটামিন C C) ভিটামিন D D) ভিটামিন A Ans: A) ভিটামিন E 38. পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কত সালে পাশ হয়?A) 2009 সালেB) 2007 সালে C) 2006 সালে D) 2003 সালে Ans: C) 2006 সালে 39. উদ্ভিদের বৃদ্ধি-সহায়ক একটি হরমোন হল—A) ইথিলিনB) অক্সিন C) ফ্লোরিজেন D) S.T.H Ans: B) অক্সিন 40. ম্যালেরিয়া রোগের কারণ কী?A) ছত্রাকB) ব্যাকটেরিয়া C) ভাইরাস D) প্রোটোজোয়া Ans: D) প্রোটোজোয়া |
1. পোলিও রোগটি ঘটে কার দ্বারা?A) ব্যাকটেরিয়াB) ভাইরাস C) প্রোটোজোয়া D) কৃমি Ans: B) ভাইরাস 2. ICDS -এর ধারণাটি কোথা থেকে এসেছে?A) WHO -এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকেB) 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে C) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্টি শিশুদের কথা ভেবে D) শিশু দিবসের শিশুদের অধিকার সুরক্ষিত করতে Ans: B) 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে 3. যক্ষা রোগের জীবানু সবচেয়ে বেশি আক্রমণ করে—A) হৃৎপিণ্ডকেB) যকৃতকে C) বৃক্ককে D) ফুসফুসকে Ans: D) ফুসফুসকে 4. You should abide _____ the rules.A) byB) in C) on D) to Ans: A) by 5. মানবদেহে পরিপাকনালীর খাদ্য শোষণকারী অংশটি হল—A) ইসোফেগাসB) পাকস্থলী C) ক্ষুদ্রান্ত্র D) বৃহদন্ত্র Ans: D) ক্ষুদ্রান্ত্র 6. একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল?A) 3 টিB) 6 টি C) 7 টি D) 2 টি Ans: A) 3 টি 7. কুটির পনির থেকে তৈরি এবং প্রায় উৎসব অনুষ্ঠানের সাথে যুক্ত ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি কী?A) জালেবিB) রসগোল্লা C) গুলাব জামুন D) সন্দেশ Ans: D) সন্দেশ 8. ভারতবর্ষে কবে “National Forest Policy চালু হয়?A) 1954 সালেB) 1956 সালে C) 1952 সালে D) 1972 সালে Ans: C) 1952 সালে 9. পেলেগ্ৰা রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে?A) ভিটামিন B বা B কমপ্লেক্সB) ভিটামিন D বা D কমপ্লেক্স C) ভিটামিন K বা K কমপ্লেক্স D) ভিটামিন C বা C কমপ্লেক্স Ans: A) ভিটামিন B বা B কমপ্লেক্স 10. যে কোনো প্রকার ডিমে থাকা ওমেগা 3 শরীরের কোন অঙ্গকে কার্যকর রাখতে সাহায্য করে?A) বৃক্কB) অস্থি C) ফুসফুস D) হৃৎপিন্ড Ans: D) হৃৎপিন্ড 11. যে জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে উঠানামা করে তার নাম কী?A) টাইফয়েডB) আন্ত্রিক C) ম্যালেরিয়া D) ইনফ্লুয়েঞ্জা Ans: A) টাইফয়েড 12. ভারতের কোথায় প্রথম ICDS প্রকল্পটি চালু হয়?A) উত্তরপ্রদেশB) দিল্লি C) পশ্চিমবঙ্গ D) তামিলনাড়ু Ans: B) দিল্লি 13. হৃৎপিন্ডে আবরণকারী পর্দার নাম কী?A) মায়োকার্ডিয়ামB) এন্ডোকার্ডিয়াম C) পেরিকার্ডিয়াম D) কার্ডিয়োমিয়াম Ans: C) পেরিকার্ডিয়াম 14. একটি লম্ববৃত্তাকার চোঙের কয়টি তল?A) 3 টিB) 5 টি C) 7 টি D) 9 টি Ans: A) 3 টি 15. ম্যানগ্রোভের জন্য বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির আবাসস্থল?A) ভারতীয় হাতিB) রেড পান্ডা C) বেঙ্গল টাইগার D) এশিয়াটিক সিংহ Ans: C) বেঙ্গল টাইগার 16. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে কী হয়?A) কোষের সংখ্যা বৃদ্ধি পায়B) কোষের সংখ্যা হ্রাস পায় C) কোষের আকার বৃদ্ধি পায় D) কোষ শিথিল হয়ে যায় Ans: A) কোষের সংখ্যা বৃদ্ধি পায় 17. ম্যালেরিয়া রোগ ছাড়ায় কীসের দ্বারা?A) পুরুষ এনোফিলিস মশাB) স্ত্রী এনোফিলিস মশা C) পুরুষ কিউলেক্স মশা D) স্ত্রী এডিস মশা Ans: B) স্ত্রী এনোফিলিস মশা 18. কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল—A) ওয়েস্ট ইন্ডিজB) ইংল্যান্ড C) দক্ষিণ আফ্রিকা D) ভারত Ans: C) দক্ষিণ আফ্রিকা 19. টিটেনাস বা ধনুষ্টংকার প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—A) TTB) BCG C) OPV D) কোনোটিই নয় Ans: A) TT 20. একটি সুস্থ শিশুর গায়ের তাপমাত্রা কত হওয়া উচিত?A) 99°-100° ফারেনহাইটB) 97°-98° ফারেনহাইট C) 98°- 98° ফারেনহাইট D) কোনোটিই নয় Ans: C) 98°-99° |
21. মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হল—A) মেডুলা অবলংকাটাB) সেরিবেলাম C) সেরিব্রাম D) থ্যালামাস Ans: B) সেরিবেলাম 22. যক্ষা রোগের প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—A) BCGB) OPV C) TT D) DPT Ans: A) BCG 23. আরকিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র?A) পক্ষী ও স্তন্যপায়ীB) সরীসৃপ ও পক্ষী C) সরীসৃপ ও স্তন্যপায়ী D) উভচর এবং পক্ষী Ans: B) সরীসৃপ ও পক্ষী 24. অ্যাজমা রোগ হলে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়—A) চোখB) হাড়ের সংযোগস্থল C) ফুসফুস D) অস্থি সন্ধি Ans: C) ফুসফুস 25. জন্মের পর শিশুর হৃদস্পন্দনের প্রবাহ প্রতি মিনিটে কত থাকে?A) 170-190 বারB) 130-140 বার C) 180-190 বার D) 150-160 বার Ans: A) 170-190 বার 26. পৃথিবীর কত অংশ বন দ্বারা আবৃত?A) 3/4 অংশB) 2/5 অংশ C) 1/6 অংশ D) 1/3 অংশ Ans: D) 1/3 অংশ 27. ঠোঁটের কোনে ও জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে?A) ভিটামিন B কমপ্লেক্সB) ভিটামিন D C) ভিটামিন K D) ভিটামিন C Ans: A) ভিটামিন B কমপ্লেক্স 28. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয়?A) আকাশকেB) জলাভূমিকে C) স্থলভূমিকে D) অরণ্যকে Ans: B) জলাভূমিকে 29. জেলা পরিষদের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?A) প্রতি তিন মাস অন্তরB) প্রতি পাঁচ মাস অন্তর C) প্রতি সাত মাস অন্তর D) প্রতি চার মাস অন্তর Ans: A) প্রতি তিন মাস অন্তর 30. শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল—A) হাওড়া জেলায়B) হুগলি জেলায় C) পূর্ব বর্ধমান জেলায় D) নদীয়া জেলায় Ans: B) হুগলি জেলায় 31. একজন মায়ের দুটি সন্তানের মধ্যে জন্মের ব্যবধান কমপক্ষে কত হওয়া উচিত?A) তিন বছর হওয়া উচিতB) এক বছর হওয়া উচিত C) দুই বছর হওয়া উচিত D) ওপরের কোনোটিই নয় Ans: A) তিন বছর হওয়া উচিত 32. এক বছরের কম বয়সী শিশুর পোলিও প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?A) TTB) MMR C) DT D) OPV Ans: D) OPV 33. একজন ভারতীয় মহিলার প্রত্যহ গড়ে কত পরিমান দুগ্ধক্ষরণ হয়?A)700mlB)600 ml C)900 ml D)300 ml Ans: B) 600 ml 34. আর্থারাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?A) চোখB) ফুসফুস C) হাড়ের সংযোগস্থল D) অস্থিসন্ধি Ans: C) হাড়ের সংযোগস্থল 35. সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিল?A) 2011 সালকেB) 2009 সালকে C) 2003 সালকে D) 2007 সালকে Ans: A) 2011 সালকে 36. রক্তে কীসের উপস্থিতিতে Blue Baby উপসর্গ দেখা যায়?A) গ্লুকোজB) আয়ন C) মিথিমোগ্লোবিন D) কোনোটিই নয় Ans: C) মিথিমোগ্লোবিন 37. বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?A) 0.003 %B) 0.007 % C) 0.002 % D) 0.004 % Ans: A) 0.003 % 38. বর্তমানে পঞ্চায়েতের কটি স্তর?A) চারটিB) নয়টি C) ছয়টি D) তিনটি Ans: D) তিনটি 39. ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন?A) মেয়ের সেনB) শংকর কুরুপ C) রাকেশ শর্মা D) কোনোটিই নয় Ans: C) রাকেশ শর্মা 40. ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা করেন—A) নরসিমা রাওB) অটল বিহারী বাজপেয়ী C) মনমোহন সিং D) নরেন্দ্র মোদী Ans: A) নরসিমা রাও |