অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট -2 | ICDS Practice Set-2 2024 With Mock Test

icds-practice-set-2-2024

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট -2: ICDS Practice Set-2 2024 With Mock Test with Mock Test. অঙ্গনওয়াড়ি পরীক্ষায় পাটিগণিত, পুষ্টি, জনস্বাস্থ্য ও মহিলাদের অবস্থা, ইংরেজি, সাধারণ জ্ঞান MCQ টাইপ প্রশ্ন ও উত্তরপর্টেন্ট। প্রার্থীদের প্রস্তুতির কথা মাথায় রেখে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের অনুশীলন সেট এই ওয়েবসাইটে প্রকাশিত হলো। এই অনুশীলন সেটটি সাম্প্রতিক সিলেবাস অনুযায়ী প্রশ্ন দিয়ে সাজানো হয়েছে। এই অনুশীলন সেটটি গুরুত্বপূর্ণ বিষয়গুলি থেকে প্রশ্নের সহ উত্তর সেট করা হয়েছে। প্রতিটি প্রশ্নের উত্তর নিচে দেওয়া আছে. তার সাথে মোক টেস্ট ও দেওয়া আছে। এই অনুশীলন সেটটি পড়ুন এবং Mock Test এ অংশগ্রন করুন ভালো ফলাফল পাবার জন্য।

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস বাংলায় | ICDS Practice Set in Bengali

পরীক্ষায় অংশ নিতে নিচের স্টার্ট বোতামে ক্লিক করুন

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

1. কবে ভারতের ব্যাঘ্র প্রকল্প চালু হয়?

A) 1980 সালে
B) 1989 সালে
C) 1973 সালে
D) 11972 সালে

Ans: C) 1973 সালে

2. রাতকানা রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

A) A
B) E
C) D
D) C

Ans: A) A

3. কবে জাতীয় বন্যপ্রাণী সংরক্ষণ আইন প্রণীত হয়?

A) 1976 সালে
B) 1972 সালে
C) 1987 সালে
D) 1992 সালে

Ans: B) 1972 সালে

4. একটি সমকোণী চৌপলের কর্ণের সংখ্যা কয়টি?

A) 5 টি
B) 8 টি
C) 4 টি
D) 2 টি

Ans: C) 4 টি

5. ভারতের জাতীয় কংগ্রেস কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল?

A) হিন্দু কলেজ
B) স্কটিশ চার্চ কলেজ
C) গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ
D) বোম্বে বিশ্ববিদ্যালয়

Ans: C) গোকুল দাস তেজপাল সংস্কৃত কলেজ

6. রক্ত তঞ্চন ব্যাহত হয় কোন ভিটামিনের অভাবে?

A) D
B) C
C) B
D) K

Ans: D) K

7. কনজাংটিভাইটিস হল—

A) চোখের রোগ
B) দাঁতের রোগ
C) কানের রোগ
D) হাড়ের রোগ

Ans: A) চোখের রোগ

8. ICDS হল একটি—

A) শিশু ও নারী বিকাশ প্রকল্প
B) যাবতীয় শিশু ও নারী বিকাশ প্রকল্প
C) সমাজ সেবামূলক সংস্থা
D) শিশুদের বিদ্যালয়মুখী করার প্রাথমিক পদক্ষেপ

Ans: A) শিশু ও নারী বিকাশ প্রকল্প

9. শিশুর স্বাস্থ্যহানির প্রধান কারণ গুলি কি?

A) অল্প ওজন বা অপরিণত বৃদ্ধি
B) পর্যাপ্ত পুষ্টির অভাব
C) সংক্রামক রোগের আক্রমণ
D) উপরের সবকটি

Ans: D) উপরের সবকটি

10. মানুষের রেচন-অঙ্গ কী?

A) মুখ্যত বৃক্ব, ত্বক এবং ফুসফুস
B) যকৃৎ ও বৃক্ব
C) ত্বক ও বৃহদন্ত্র
D) এদের কোনোটিই নয়

Ans: A) মুখ্যত বৃক্ব ত্বক এবং ফুসফুস

11. AIDS রোগের ভাইরাস বাহিত হয়—

A) লালারসের মাধ্যমে
B) রক্তের মাধ্যমে
C) ঘামের মাধ্যমে
D) মূত্রের মাধ্যমে

Ans: B) রক্তের মাধ্যমে

12. ICDS কথাটির পুরো নাম কী?

A) Integrated Child Development Scheme
B) Integrated Children Development Scheme
C) Integrated Child Development Services
D) Indian Children Development Scheme

Ans: C) Integrated Child Development Services

13. মায়োসিস প্রক্রিয়ায় শরীরের নিম্নলিখিত কোন্ অঙ্গে কোষবিভাজন হয়?

A) শুক্রাশয়ে
B) অগ্নাশয়
C) নখে
D) হাড়ে

Ans: A) শুক্রাশয়ে

14. পশ্চিমবঙ্গের জীবনরেখা কোন নদী?

A) যমুনা
B) হুগলি
C) গঙ্গা
D) ব্রহ্মপুত্র

Ans: C) গঙ্গা

15. একটি আয়তঘনক -এর কতগুলি শীর্ষবিন্দু?

A) 3 টি
B) 5 টি
C) 4 টি
D) 8 টি

Ans: D) 8 টি

16. কবে ভারতে বন্য সংরক্ষণ আইন চালু হয়?

A) 1973 সালে
B) 1980 সালে
C) 1976 সালে
D) 1987 সালে

Ans: B) 1980 সালে

17. স্কার্ভি রোগ হয় কোন্ ভিটামিন -এর অভাবে?

A) C
B) E
C) A
D) K

Ans: A) C

18. মিড ডে মিল প্রকল্প চালু হয় কত সালে?

A) 1995 সালে
B) 1977 সালে
C) 1980 সালে
D) 1985 সালে

Ans: A) 1995 সালে

19. UNICEF -এর সম্পূর্ণ নাম কী?

A) Union Nation International Childrens Emergency Federation
B) United Nations International Child Emergency Federation
C) Union Nation International Childrens Emergency Fund
D) United Nations International Childrens Emergency Fund

Ans: D) United Nations International Childrens Emergency Fund

20. উদ্ভিদের কোন্ জীবনক্রিয়া আলোকদশা ও অন্ধকার দশায় বিভক্ত?

A) বাষ্পমোচন
B) সালোকসংশ্লেষ
C) রেচন
D) শ্বসন

Ans: B) সালোকসংশ্লেষ

21. রিকেট রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

A) ভিটামিন E
B) ভিটামিন A
C) ভিটামিন D
D) ভিটামিন C

Ans: C) ভিটামিন D

22. ভারত সরকার পরিবেশ মন্ত্রক কোন সালে গঠিত হয়?

A) 1976 সালে
B) 1980 সালে
C) 1995 সালে
D) 1986 সালে

Ans: B) 1980 সালে

23. একটি নিরেট অর্ধগোলকের তলের সংখ্যা কয়টি?

A) 3 টি
B) 5 টি
C) 2 টি
D) 4 টি

Ans: C) 2 টি

24. পশ্চিমবঙ্গের রাজধানী শহর কী?

A) কলকাতা
B) ঢাকা
C) শিলিগুড়ি
D) হাওড়া

Ans: A) কলকাতা

25. নিম্নলিখিত কোন্ প্রক্রিয়ায় অর্ধভেদ্য পর্দার প্রয়োজন হয়?

A) অভিস্রবণ
B) ব্যাপন
C) পরিবহন
D) এদের কোনোটিতেই নয়

Ans: A) অভিস্রবণ

26. ICDS প্রকল্পটি কবে চালু হয়?

A) ১৯৯৫ সালের ৫ই জুন
B) ১৯৭৫ সালের ২রা অক্টোবর
C) ১৯৯০ সালের ১৪ই নভেম্বর
D) ১৯৭৫ সালের ১৪ই নভেম্বর

Ans: B) ১৯৭৫ সালের ২রা অক্টোবর

27. ভাইরাসের প্রোটিন নির্মিত আবরণকে বলে—

A) ক্যাপসোমিয়ার
B) এনভেলপ
C) ক্যাপসিড
D) পেলপোমিয়ার

Ans: C) ক্যাপসিড

28. একটি ভাইরাস ঘটিত রোগের নাম কী?

A) ম্যালেরিয়া
B) AIDS
C) আমাশয়
D) যক্ষা

Ans: B) AIDS

29. HIV -হলো একধরনের—

A) DNA যুক্ত ভাইরাস
B) RNA যুক্ত ভাইরাস
C) DNA ও RNA যুক্ত ভাইরাস
D) কোনোটিই নয়

Ans: B) RNA যুক্ত ভাইরাস

30. নিউরনের লম্বা প্রবর্ধকটির নাম হল—

A) ডেনড্রন
B) সাইন্যাপসিস
C) অ্যাক্সিন
D) কোনোটিই নয়

Ans: C) অ্যাক্সিন

31. একটি ব্যাকটেরিয়া ঘটিত রোগের নাম কী?

A) নিউমোনিয়া
B) ইনফ্লুয়েঞ্জা
C) আমাশয়
D) ম্যালেরিয়া

Ans: A) নিউমোনিয়া

32. ICDS প্রকল্প চালু হওয়ার সময় ভারতের প্রধানমন্ত্রী কে ছিলেন?

A) ইন্দিরা গান্ধী
B) রাজীব গান্ধী
C) মোরারাজি দেশাই
D) অটল বিহারী বাজপেয়ী

Ans: A) ইন্দিরা গান্ধী

33. অস্থি এক প্রকার—

A) আবরণী কলা
B) ক্ষরণকারী কলা
C) যোগকলা
D) কোনোটিই নয়

Ans: C) যোগকলা

34. কোন বাংলা পলিম্যাথ বঙ্গীয় রেনেসাঁর প্রধান ব্যক্তিত্ব ছিলেন এবং ভারতীয় স্বাধীনতা সংগ্রামে তাঁর ভূমিকার জন্য পরিচিত?

A) সুভাষ চন্দ্র বসু
B) রাজা রামমোহন রায়
C) স্বামী বিবেকানন্দ
D) সর্দার প্যাটেল

Ans: B) রাজা রামমোহন রায়

35. একটি মুখবন্ধ লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল থাকে?

A) 5 টি
B) 7 টি
C) 4 টি
D) 2 টি

Ans: D) 2 টি

36. কবে জীববৈচিত্র্য পরিভাষাটি সর্বপ্রথম উপস্থাপিত হয়?

A) 1987 সালে
B) 1978 সালে
C) 1986 সালে
D) 1976 সালে

Ans: C) 1986 সালে

37. বন্ধ্যাত্ব রোগ হয় কোন ভিটামিনের অভাবে?

A) ভিটামিন E
B) ভিটামিন C
C) ভিটামিন D
D) ভিটামিন A

Ans: A) ভিটামিন E

38. পশ্চিমবঙ্গ বৃক্ষ আইন কত সালে পাশ হয়?

A) 2009 সালে
B) 2007 সালে
C) 2006 সালে
D) 2003 সালে

Ans: C) 2006 সালে

39. উদ্ভিদের বৃদ্ধি-সহায়ক একটি হরমোন হল—

A) ইথিলিন
B) অক্সিন
C) ফ্লোরিজেন
D) S.T.H

Ans: B) অক্সিন

40. ম্যালেরিয়া রোগের কারণ কী?

A) ছত্রাক
B) ব্যাকটেরিয়া
C) ভাইরাস
D) প্রোটোজোয়া

Ans: D) প্রোটোজোয়া

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট

1. পোলিও রোগটি ঘটে কার দ্বারা?

A) ব্যাকটেরিয়া
B) ভাইরাস
C) প্রোটোজোয়া
D) কৃমি

Ans: B) ভাইরাস

2. ICDS -এর ধারণাটি কোথা থেকে এসেছে?

A) WHO -এর স্বাস্থ্য সচেতনতা ধারণা থেকে
B) 1962 সালে মিড ডে মিল প্রোগ্রাম থেকে
C) দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় অপুষ্টি শিশুদের কথা ভেবে
D) শিশু দিবসের শিশুদের অধিকার সুরক্ষিত করতে

Ans: B) 1962 সালের মিড ডে মিল প্রোগ্রাম থেকে

3. যক্ষা রোগের জীবানু সবচেয়ে বেশি আক্রমণ করে—

A) হৃৎপিণ্ডকে
B) যকৃতকে
C) বৃক্ককে
D) ফুসফুসকে

Ans: D) ফুসফুসকে

4. You should abide _____ the rules.

A) by
B) in
C) on
D) to

Ans: A) by

5. মানবদেহে পরিপাকনালীর খাদ্য শোষণকারী অংশটি হল—

A) ইসোফেগাস
B) পাকস্থলী
C) ক্ষুদ্রান্ত্র
D) বৃহদন্ত্র

Ans: D) ক্ষুদ্রান্ত্র

6. একটি একমুখ খোলা লম্ববৃত্তাকার শঙ্কুর কয়টি তল?

A) 3 টি
B) 6 টি
C) 7 টি
D) 2 টি

Ans: A) 3 টি

7. কুটির পনির থেকে তৈরি এবং প্রায় উৎসব অনুষ্ঠানের সাথে যুক্ত ঐতিহ্যবাহী বাঙালি মিষ্টি কী?

A) জালেবি
B) রসগোল্লা
C) গুলাব জামুন
D) সন্দেশ

Ans: D) সন্দেশ

8. ভারতবর্ষে কবে “National Forest Policy চালু হয়?

A) 1954 সালে
B) 1956 সালে
C) 1952 সালে
D) 1972 সালে

Ans: C) 1952 সালে

9. পেলেগ্ৰা রোগ হয় কোন্ ভিটামিনের অভাবে?

A) ভিটামিন B বা B কমপ্লেক্স
B) ভিটামিন D বা D কমপ্লেক্স
C) ভিটামিন K বা K কমপ্লেক্স
D) ভিটামিন C বা C কমপ্লেক্স

Ans: A) ভিটামিন B বা B কমপ্লেক্স

10. যে কোনো প্রকার ডিমে থাকা ওমেগা 3 শরীরের কোন অঙ্গকে কার্যকর রাখতে সাহায্য করে?

A) বৃক্ক
B) অস্থি
C) ফুসফুস
D) হৃৎপিন্ড

Ans: D) হৃৎপিন্ড

11. যে জ্বরে মানুষের দেহের তাপমাত্রা নির্দিষ্ট ধাপে উঠানামা করে তার নাম কী?

A) টাইফয়েড
B) আন্ত্রিক
C) ম্যালেরিয়া
D) ইনফ্লুয়েঞ্জা

Ans: A) টাইফয়েড

12. ভারতের কোথায় প্রথম ICDS প্রকল্পটি চালু হয়?

A) উত্তরপ্রদেশ
B) দিল্লি
C) পশ্চিমবঙ্গ
D) তামিলনাড়ু

Ans: B) দিল্লি

13. হৃৎপিন্ডে আবরণকারী পর্দার নাম কী?

A) মায়োকার্ডিয়াম
B) এন্ডোকার্ডিয়াম
C) পেরিকার্ডিয়াম
D) কার্ডিয়োমিয়াম

Ans: C) পেরিকার্ডিয়াম

14. একটি লম্ববৃত্তাকার চোঙের কয়টি তল?

A) 3 টি
B) 5 টি
C) 7 টি
D) 9 টি

Ans: A) 3 টি

15. ম্যানগ্রোভের জন্য বিখ্যাত সুন্দরবন কোন বিপন্ন প্রজাতির আবাসস্থল?

A) ভারতীয় হাতি
B) রেড পান্ডা
C) বেঙ্গল টাইগার
D) এশিয়াটিক সিংহ

Ans: C) বেঙ্গল টাইগার

16. মাইটোসিস প্রক্রিয়ায় কোষ বিভাজনের ফলে কী হয়?

A) কোষের সংখ্যা বৃদ্ধি পায়
B) কোষের সংখ্যা হ্রাস পায়
C) কোষের আকার বৃদ্ধি পায়
D) কোষ শিথিল হয়ে যায়

Ans: A) কোষের সংখ্যা বৃদ্ধি পায়

17. ম্যালেরিয়া রোগ ছাড়ায় কীসের দ্বারা?

A) পুরুষ এনোফিলিস মশা
B) স্ত্রী এনোফিলিস মশা
C) পুরুষ কিউলেক্স মশা
D) স্ত্রী এডিস মশা

Ans: B) স্ত্রী এনোফিলিস মশা

18. কেশব মহারাজ যে দেশের হয়ে ক্রিকেট খেলেন তা হল—

A) ওয়েস্ট ইন্ডিজ
B) ইংল্যান্ড
C) দক্ষিণ আফ্রিকা
D) ভারত

Ans: C) দক্ষিণ আফ্রিকা

19. টিটেনাস বা ধনুষ্টংকার প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—

A) TT
B) BCG
C) OPV
D) কোনোটিই নয়

Ans: A) TT

20. একটি সুস্থ শিশুর গায়ের তাপমাত্রা কত হওয়া উচিত?

A) 99°-100° ফারেনহাইট
B) 97°-98° ফারেনহাইট
C) 98°- 98° ফারেনহাইট
D) কোনোটিই নয়

Ans: C) 98°-99°

21. মস্তিষ্কের যে অংশটি দেহের ভারসাম্য রক্ষার সঙ্গে সম্পর্কিত তা হল—

A) মেডুলা অবলংকাটা
B) সেরিবেলাম
C) সেরিব্রাম
D) থ্যালামাস

Ans: B) সেরিবেলাম

22. যক্ষা রোগের প্রতিরোধের জন্য কোন টিকা প্রয়োগ করা হয়—

A) BCG
B) OPV
C) TT
D) DPT

Ans: A) BCG

23. আরকিওপটেরিক্স কোন গোষ্ঠীদ্বয়ের মধ্যে হারানো যোগসূত্র?

A) পক্ষী ও স্তন্যপায়ী
B) সরীসৃপ ও পক্ষী
C) সরীসৃপ ও স্তন্যপায়ী
D) উভচর এবং পক্ষী

Ans: B) সরীসৃপ ও পক্ষী

24. অ্যাজমা রোগ হলে ব্যক্তির কোন অঙ্গটি আক্রান্ত হয়—

A) চোখ
B) হাড়ের সংযোগস্থল
C) ফুসফুস
D) অস্থি সন্ধি

Ans: C) ফুসফুস

25. জন্মের পর শিশুর হৃদস্পন্দনের প্রবাহ প্রতি মিনিটে কত থাকে?

A) 170-190 বার
B) 130-140 বার
C) 180-190 বার
D) 150-160 বার

Ans: A) 170-190 বার

26. পৃথিবীর কত অংশ বন দ্বারা আবৃত?

A) 3/4 অংশ
B) 2/5 অংশ
C) 1/6 অংশ
D) 1/3 অংশ

Ans: D) 1/3 অংশ

27. ঠোঁটের কোনে ও জিভে ঘা হয় কোন ভিটামিনের অভাবে?

A) ভিটামিন B কমপ্লেক্স
B) ভিটামিন D
C) ভিটামিন K
D) ভিটামিন C

Ans: A) ভিটামিন B কমপ্লেক্স

28. কাকে প্রকৃতির বৃক্ক বলা হয়?

A) আকাশকে
B) জলাভূমিকে
C) স্থলভূমিকে
D) অরণ্যকে

Ans: B) জলাভূমিকে

29. জেলা পরিষদের সভা কতদিন অন্তর অনুষ্ঠিত হয়?

A) প্রতি তিন মাস অন্তর
B) প্রতি পাঁচ মাস অন্তর
C) প্রতি সাত মাস অন্তর
D) প্রতি চার মাস অন্তর

Ans: A) প্রতি তিন মাস অন্তর

30. শ্রী শ্রী রামকৃষ্ণদেবের জন্মস্থান কামারপুকুর হল—

A) হাওড়া জেলায়
B) হুগলি জেলায়
C) পূর্ব বর্ধমান জেলায়
D) নদীয়া জেলায়

Ans: B) হুগলি জেলায়

31. একজন মায়ের দুটি সন্তানের মধ্যে জন্মের ব্যবধান কমপক্ষে কত হওয়া উচিত?

A) তিন বছর হওয়া উচিত
B) এক বছর হওয়া উচিত
C) দুই বছর হওয়া উচিত
D) ওপরের কোনোটিই নয়

Ans: A) তিন বছর হওয়া উচিত

32. এক বছরের কম বয়সী শিশুর পোলিও প্রতিরোধের জন্য কোন টিকার প্রয়োগ করা হয়?

A) TT
B) MMR
C) DT
D) OPV

Ans: D) OPV

33. একজন ভারতীয় মহিলার প্রত্যহ গড়ে কত পরিমান দুগ্ধক্ষরণ হয়?

A)700ml
B)600 ml
C)900 ml
D)300 ml

Ans: B) 600 ml

34. আর্থারাইটিস রোগে ব্যক্তির কোন অঙ্গ আক্রান্ত হয়?

A) চোখ
B) ফুসফুস
C) হাড়ের সংযোগস্থল
D) অস্থিসন্ধি

Ans: C) হাড়ের সংযোগস্থল

35. সম্মিলিত জাতিপুঞ্জ কোন বছরকে আন্তর্জাতিক বনবর্ষ বলে ঘোষণা করেছিল?

A) 2011 সালকে
B) 2009 সালকে
C) 2003 সালকে
D) 2007 সালকে

Ans: A) 2011 সালকে

36. রক্তে কীসের উপস্থিতিতে Blue Baby উপসর্গ দেখা যায়?

A) গ্লুকোজ
B) আয়ন
C) মিথিমোগ্লোবিন
D) কোনোটিই নয়

Ans: C) মিথিমোগ্লোবিন

37. বাতাসে কার্বন-ডাই-অক্সাইডের পরিমাণ কত?

A) 0.003 %
B) 0.007 %
C) 0.002 %
D) 0.004 %

Ans: A) 0.003 %

38. বর্তমানে পঞ্চায়েতের কটি স্তর?

A) চারটি
B) নয়টি
C) ছয়টি
D) তিনটি

Ans: D) তিনটি

39. ভারতের প্রথম মহাকাশচারী কে ছিলেন?

A) মেয়ের সেন
B) শংকর কুরুপ
C) রাকেশ শর্মা
D) কোনোটিই নয়

Ans: C) রাকেশ শর্মা

40. ভারতের পূর্বমুখী কর্ম নীতির সূচনা করেন—

A) নরসিমা রাও
B) অটল বিহারী বাজপেয়ী
C) মনমোহন সিং
D) নরেন্দ্র মোদী

Ans: A) নরসিমা রাও

Read More

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট -1 | ICDS Practice Set-1 2024 With Mock Test

অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকা প্র্যাকটিস সেট -3 | ICDS Practice Set-3 2024 With Mock Test


এই আর্টিকেলটি তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। এতে দেওয়া তথ্যের সঠিকতা, পূর্ণতা, বা বর্তমানতার জন্য লেখক বা প্রকাশকের কোনও নিশ্চয়তা নেই। যে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে, পাঠককে নিজস্ব গবেষণা ও বিশ্লেষণ করার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলে ব্যবহৃত তথ্য বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত এবং পাঠকদের সুবিধার জন্য প্রদত্ত। তবে, প্রতিটি ব্যক্তির বা পরিস্থিতির জন্য তথ্যের প্রাসঙ্গিকতা ভিন্ন হতে পারে। সুতরাং, লেখক বা প্রকাশক কোনওরূপ ক্ষতি বা ক্ষতির জন্য দায়ী হবে না যা এই আর্টিকেল পড়ার কারণে হতে পারে।

বিষয়বস্তু পরিবর্তিত হতে পারে, এবং এর সময়মতো হালনাগাদ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পাঠককে অতিরিক্ত উৎস বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলটি কোনো বিশেষজ্ঞ পরামর্শ বা পরামর্শের বিকল্প নয় এবং এটি শুধুমাত্র সাধারণ তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত।

Biodata Format

Biodata For Job Template
Biodata For Job
CV For Job Template
CV For Job
Marriage Biodata Template 2
Marriage Biodata
Resume Job Template
Resume For Job
Marriage Biodata Template
Marriage Biodata

cv-curriculum-vitae-1

biodata-in-hindi-with-photo-template-1

cv-curriculum-vitae-3

free-hindi-marriage-biodata-format



About

Welcome to Free Biodata Maker! matrimonial bio data maker, Bio-data maker for job - Online marriage bio-data, Biodata format for Job. Cover page design, School, College project front page. Easy to create, easy to use, fully customizable, with elegantly attractive designed.

Connect with us

Useful links

Copyright design and developed by @ Free-Biodata-Maker
Alert: Content is protected !!