1) আত্মীয় সভা কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন?A) উইলিয়াম জোন্স / ১৭৮৪B) রাজা রামমোহন রায় / ১৮১৫ C) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় / ১৮১৭ D) ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন / ১৮১৯ Ans: B) রাজা রামমোহন রায় / ১৮১৫ 2) ঝিনুকের জনক রেচন অঙ্গটির নাম কী?A) কেবারের অঙ্গB) অ্যামিবোসাইট কোশ C) বোজেনাসের অঙ্গ D) কক্সাল গ্রন্থি Ans: A) কেবারের অঙ্গ 3) নরওয়ে ও সুইডেন এর প্রচলিত মুদ্রাটির নাম কী?A) রুপাইয়াB) পেসো C) ক্রোনার D) রুবল Ans: C) ক্রোনার 4) ভারতীয় বাজেটের জনক কাকে বলা হয়?A) প্রশান্ত চন্দ্র মহালনাবিশB) নন্দলাল বোস C) দাদা সাহেব ফালকে D) সুশ্রুত Ans: A) প্রশান্ত চন্দ্র মহালনাবিশ 5) নিষিদ্ধ নগরী কাকে বলা হয়?A) রোমB) জেরুজালেম C) ঢাকা D) লাসা (তিব্বত) Ans: D) লাসা (তিব্বত) 6) কোন দেশ অলিম্পিক ফুটবলে তিনবার স্বর্ণপদক জয় করে ?A) ব্রাজিলB) হাঙ্গেরি C) ইতালি D) জার্মানি Ans: B) হাঙ্গেরি 7) অর্জুন পুরস্কার দেওয়া হয় -A) যুদ্ধক্ষেত্রে সাহসিকতার জন্যB) তীরন্দাজিতে কৃতিত্বের জন্য C) খেলায় কৃতিত্বের জন্য D) আপৎকালীন পরিস্থিতিতে উৎকৃষ্ট পরিষেবার জন্য Ans: C) খেলায় কৃতিত্বের জন্য 8) হিমোগ্লোবিনে উপস্থিত ধাতুটি হল ?A) লোহাB) জিংক C) কপার D) সোডিয়াম Ans: A) লোহা 9) সবচেয়ে হালকা ধাতু কোনটি ?A) ম্যাগনেসিয়ামB) ব্রোমিন C) পারদ D) লিথিয়াম Ans: D) লিথিয়াম 10) বিশুদ্ধ সোনা হল -A) 22 ক্যারাটB) 24 ক্যারাট C) 20 ক্যারাট D) 10 ক্যারাট Ans: B) 24 ক্যারাট |
11) কথাসরিৎসাগর গ্রন্থটির লেখক হলেন -A) বররুচিB) সোমদেব C) জীমূতবাহন D) নাগার্জুন Ans: B) সোমদেব 12) ভারতের প্রথম মহিলা অনার্স গ্রাজুয়েট হয়েছিলেন -A) কাদম্বিনী গাঙ্গুলীB) আনন্দি গোপাল যোশী C) চন্দ্রমুখি বসু D) কামিনী রায় Ans: D) কামিনী রায় 13) N₂ বলতে কি বোঝায় ?A) নাইট্রোজেনের 1টি পরমাণুB) নাইট্রোজেনের 1টি অণু C) নাইট্রোজেনের 2টি পরমাণু D) নাইট্রোজেনের 2টি পৃথক পরমাণু Ans: B) নাইট্রোজেনের 1টি অণু 14) মিতিন মাসি গোয়েন্দা চরিত্র কার সৃষ্টি?A) সুচিত্রা ভট্টাচার্যB) প্রজ্ঞাপারমিতা মুখার্জী C) তিলোত্তমা মজুমদার D) নবনীতা দেবসেন Ans: A) সুচিত্রা ভট্টাচার্য 15) নিউটনের গতি সংক্রান্ত কোন সূত্রানুসারে সাঁতার কাটা সম্ভব হয় -A) প্রথম সূত্রB) দ্বিতীয় সূত্র C) তৃতীয় সূত্র D) কোনোটিই নয় Ans: B) দ্বিতীয় সূত্র 16) পঞ্চশীল নীতির প্রবক্তা কে ?A) জওহরলাল নেহরুB) বি আর আম্বেদকর C) অরবিন্দ ঘোষ D) বল্লভভাই প্যাটেল Ans: A) জওহরলাল নেহরু 17) সত্যমেব জয়তে কথাটি কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে ?A) বুদ্ধচরিতB) মুণ্ডক উপনিষদ C) রামচরিত D) কোনটিই নয় Ans: B) মুণ্ডক উপনিষদ 18) ভগৎ সিং এর ফাঁসি হয় কোন মামলায় ?A) আলিপুর বোমা মামলাB) কোলাপুর মামলাস C) লাহোর ষড়যন্ত্র মামলা D) কাকেরী মামলা Ans: C) লাহোর ষড়যন্ত্র মামলা 19) ভারতীয় জাতীয় কংগ্রেস কোন অধিবেশনে সামাজিক গণতান্ত্রিক প্রস্তাব পাস করেছিল ?A) দিল্লিB) সুরাট C) পুনে D) লাহোর Ans: D) লাহোর 20) সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত ?A) কাঠমান্ডুB) জেনেভা C) ব্রাসেলস D) ওসলো Ans: A) কাঠমান্ডু |
21) সবুজ বিপ্লব ভারতের কোন রাজ্যে সর্বাপেক্ষা বেশি দৃষ্টিগোচর হয় ?A) মহারাষ্ট্রB) হরিয়ানা C) পাঞ্জাব D) উত্তরপ্রদেশ Ans: B) হরিয়ানা 22) কোন অনুচ্ছেদে আর্থিক জরুরি অবস্থার কথা বলা হয়েছে ?A) অনুচ্ছেদ ৩৭০B) অনুচ্ছেদ ৩৭৩ C) অনুচ্ছেদ ৩৬০ D) অনুচ্ছেদ ৩৬৮ Ans: C) অনুচ্ছেদ ৩৬০ 23) হীরাকুঁদ বাঁধ কোন নদীর তীরে অবস্থিত ?A) পেরিয়ারB) বতোয়া C) রিহান্দ D) মহানদী Ans: D) মহানদী 24) কোন শিলায় জীবাশ্ম পাওয়া যায় ?A) পাললিক শিলাB) রূপান্তরিত শিলা C) আগ্নেয় শিলা D) কোনটিই নয় Ans: A) পাললিক শিলা 25) ভারতের একমাত্র কোন ভাইসরয় কে খুন করা হয়েছিল ?A) লর্ড ওয়াভেলB) লর্ড মায়ো C) লর্ড কার্জন D) লর্ড রিপন Ans: B) লর্ড মায়ো 26) এশিয়াটিক সোসাইটি কে এবং কত সালে প্রতিষ্ঠা করেন?A) উইলিয়াম জোন্স / ১৭৮৪B) রাজা রামমোহন রায় / ১৮১৫ C) কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায় / ১৮১৭ D) ক্যালকাটা ব্যাপটিস্ট মিশন / ১৮১৯ Ans: A) উইলিয়াম জোন্স / ১৭৮৪ 27) ভারতের বৃহত্তম লাইব্রেরী কোনটি?A) ন্যাশানাল লাইব্রেরীB) দিল্লি পাবলিক লাইব্রেরী C) সরস্বতী মহল লাইব্রেরী D) আন্না সেন্টেনারি লাইব্রেরী Ans: A) ন্যাশানাল লাইব্রেরী 28) SAMPRITI নামক সামরিক মহড়াতে কোন দুটি দেশ অংশগ্রহণ করে?A) ভারত-নেপালB) ভারত-বাংলাদেশ C) ভারত-চীন D) ভারত-আমেরিকা Ans: B) ভারত-বাংলাদেশ 29) দ্বিতীয় চন্দ্রগুপ্তের রাজধানীর নাম কী?A) উজ্জয়িনীB) কর্ণসুবর্ণ C) কনৌজ D) রায়গড় Ans: A) উজ্জয়িনী 30) চিংড়ির রেচন অঙ্গটির নাম কী?A) ফ্লেমকোশB) ম্যালপিজিয়ান নালিকা C) সবুজগ্রন্থি D) রেনেট কোশ Ans: C) সবুজগ্রন্থি |
31) হিন্দুস্থানের তোতাপাখি কাকে বলা হয় ?A) আমির খসরুB) উৎবি C) আল বিরুনি D) আবুল ফজল Ans: A) আমির খসরু 32) ডান্ডি অভিযান কবে শুরু হয়েছিল ?A) 8 মার্চ 1930B) 7 মার্চ 1942 C) 9 মার্চ 1942 D) 12 মার্চ 1930 Ans: D) 12 মার্চ 1930 33) বুল এবং বিয়ার শব্দ দুটি কিসের সাথে জড়িত ?A) ব্যাংকিংB) আন্তর্জাতিক বাণিজ্য C) শেয়ার বাজার D) অন্তর্দেশীয় বাণিজ্য Ans: C) শেয়ার বাজার 34) পঞ্চবার্ষিকী পরিকল্পনার ধারণাটি কার মস্তিষ্ক প্রসূত ?A) জওহরলাল নেহরুB) সি ডি দেশমুখ C) ইন্দিরা গান্ধী D) রাজীব গান্ধী Ans: A) জওহরলাল নেহরু 35) ভারতের প্রথম স্পিকার (লোকসভা) হলেন -A) বলরাম জাখরB) রবি রায় C) গণেশ বাসুদেব মাভলাংকার D) স্যার আশুতোষ মুখার্জী Ans: C) গণেশ বাসুদেব মাভলাংকার 36) পৃথিবীর কসাইখানা নামে পরিচিত কোন স্থান ?A) রচেস্টারB) নিউইয়র্ক C) শিকাগো D) ব্রাজিল Ans: C) শিকাগো 37) বিশ্বের বৃহত্তম নিরক্ষীয় চিরহরিৎ অরণ্য কোথায় আছে ?A) কঙ্গো অববাহিকায়B) নীল অববাহিকায় C) আমাজন অববাহিকায় D) জাইরে অববাহিকায় Ans: C) আমাজন অববাহিকায় 38) আমির খসরু কোন সম্রাটের সভাকবি ছিলেন ?A) আকবরB) গিয়াসউদ্দিন বলবন C) জাহাঙ্গীর D) আলাউদ্দিন খলজী Ans: D) আলাউদ্দিন খলজী 39) খালসা প্রতিষ্ঠা করেন -A) গুরু নানকB) রঞ্জিত সিং C) গুরু তেগবাহাদুর D) গুরু গোবিন্দ সিং Ans: D) গুরু গোবিন্দ সিং 40) বৃহৎ স্নানাগার পাওয়া গেছে -A) কালিবঙ্গানেB) হরপ্পায় C) বনোওয়ালিতে D) মহেঞ্জোদারোয় Ans: D) মহেঞ্জোদারোয় |