কৃষিকাজ - উচ্চমাধ্যমিক ভূগোল MCQ|WB HS Class 12 Geography Farming MCQ

wb-hs-class-12-geography-farming-mcq

এই MCQ প্রশ্নোত্তর সেটটি উচ্চমাধ্যমিক স্তরের ছাত্রদের জন্য কৃষিকাজের বিভিন্ন বিষয়ের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এতে রয়েছে ভূগোল বিষয়ের কৃষি সংক্রান্ত MCQ প্রশ্নোত্তর। যেমন কৃষির ধরণ, শস্যের উৎপাদন, কৃষি বিপ্লব, সেচ ব্যবস্থা, মাটির ধরন, জলবায়ু প্রভাব এবং কৃষি উৎপাদনের অর্থনৈতিক প্রভাব ইত্যাদি। প্রতিটি প্রশ্নের সঙ্গে উত্তর দেওয়া আছে যা ছাত্রদের পরীক্ষা প্রস্তুতিতে সাহায্য করবে। এটি ছাত্রদের আত্মবিশ্বাস বাড়াতে এবং পরীক্ষায় ভালো ফল করতে সহায়ক হবে।

WB HS Class 12 Geography MCQ | কৃষিকাজ উচ্চমাধ্যমিক ভূগোল MCQ

পরীক্ষায় অংশ নিতে নিচের স্টার্ট বোতামে ক্লিক করুন

Time's Up
score:

Quiz Result

Total Questions:

Attempt:

Correct:

Wrong:

Percentage:

১. ভারতের শ্বেত বিপ্লবের জনক’ হলেন –

a) নরম্যান বোরলগ
b) রোনাল্ড রস
c) এম এস আর্শীনাথন
d) ড: ভার্গিস কুরিয়েন

Ans: ড: ভার্গিস কুরিয়েন

২) মালয়েশিয়ায় স্থানাস্তর কৃষিকে বলা হয় –

a) লাদাং
b) মিলপা
c) ঝুম
d) রোকা

Ans: লাদাং

৩) কফি কোন্ ধরনের কৃষিজ ফসল ?

a) প্রগাঢ়
b) ব্যাপক
c) বাগিচা
d) মিশ্র কৃষির অন্যতম ফসল

Ans: বাগিচা

৪) ‘সোনালি তন্তু’ বলা হয় ) –

a) কার্পাস
b) পাট
c) কোনোটিই নয়
d) a ও Ans: b

Ans: পাট

৫) যুক্তরাষ্ট্রে বাজার কেন্দ্রিক কৃষিকে বলা হয় )

a) ট্রাক ফার্মিং
b) হর্টিকালচার
c) গার্ডেন ফার্মিং
d) নিবিড় কৃষি

Ans: ট্রাক ফার্মিং

৬) ভারতের ‘শর্করা রাজ্য’ হল –

a) মহারাষ্ট্র
b) উত্তরপ্রদেশ
c) তামিলনাড়ু
d) পাঞ্জাব

Ans: উত্তরপ্রদেশ

৭) একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে বলে –

a) বাণিজ্যিক
b) বাগিচা
c) উদ্যান
d) শস্যাবর্তন কৃষি

Ans: শস্যাবর্তন কৃষি

৮) ভারতে সবুজ বিপ্লব ঘটে –

a) পঞ্চাশ দশকে
b) ষাট দশকে
c) সত্তর দশকে
d) আশির দশকে

Ans: ষাট দশকে

৯) অপারেশন ফ্লাড –

a) সবুজ
b) শ্বেত
c) নীল
d) শিল্প বিপ্লবের সঙ্গে সংযুক্ত

Ans: শ্বেত

১০) আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্র অবস্থিত –

a) মেক্সিকোতে
b) চিনে
c) ফিলিপাইনে
d) ভারতে

Ans: ফিলিপাইনে

১১) ‘কোকোনাট ট্রায়াঙ্গাল’ দেখা যায় –

a) কিউবাতে
b) ভারতে
c) চিনে
d) শ্রীলঙ্কাতে

Ans: শ্রীলঙ্কাতে

১২) ‘জলপাই-এর দেশ’ বলা হয় –

a) ফ্রান্সকে
b) স্পেনকে
c) ইতালিকে
d) গ্রিসকে

Ans: স্পেনকে

১৩) মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হল –

a) আর্দ্র কৃষি
b) শুষ্ক কৃষি
c) স্থানান্তর কৃষি
d) বাণিজ্যিক কৃষি

Ans: শুষ্ক কৃষি

অথবা, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল, তা হল –

a) স্থানাস্তর কৃষি
b) প্রথাগত কৃষি
c) সেচন কৃষি
d) শুষ্ক কৃষি

Ans: শুষ্ক কৃষি

১৪) যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় তা হল –

a) ধান
b) গম
c) ডাল
d) তৈলবীজ

Ans: গম

১৫) শ্রীলঙ্কায় যে ফসলটি ‘লিভিং ফার্মেসি’ নামে পরিচিত, তা হল –

a) সয়াবিন
b) কফি বীজ
c) ডাব
d) সূর্যমুখী

Ans: ডাব

১৬. যে কৃষিব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয়, তাকে বলে –

a) উদ্যান কৃষি
b) মিশ্র কৃষি
c) বাগিচা কৃষি
d) ব্যাপক কৃষি

Ans: উদ্যান কৃষি

১৭) যিনি প্রথম ‘শস্য সমন্বয় -এর ধারণাটির অবতারণা করেন তার নাম হল –

a) ওয়েবার
b) উইভার
c) ভন থুনেন
d) জিমারম্যান

Ans: উইভার

১৮) শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সে সকল অঞ্চলে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল –

a) 25 সেমি
b) 50 সেমি
c) 75 সেমি
d) 100 সেমি

Ans: 75 সেমি

১৯. চিনের ‘ধানের আধার’ বলা হয় –

a) হুনান প্রদেশকে
b) হুবেই প্রদেশকে
c) ইউনান প্রদেশকে
d) সিচুয়ান প্রদেশকে

Ans: হুনান প্রদেশকে

২০) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সঙ্গে জড়িত, তা হল –

a) দুধ
b) ডিম
c) মাংস
d) মাছ

Ans: মাছ

২১) শসা প্রগাঢ়তা সর্বাধিক হয় –

a) নিবিড় কৃষিতে
b) ব্যাপক কৃষিতে
c) বাগিচা কৃষিতে
d) মিশ্র কৃষিতে

Ans: নিবিড় কৃষিতে

২২) একপ্রকার আদিম জীবিকাসত্তাভিত্তিক আর্দ্র কৃষিব্যবস্থা হল –

a) বাগিচা কৃষি
b) স্থানান্তর কৃষি
c) ব্যাপক কৃষি
d) উদ্যান কৃষি

Ans: স্থানান্তর কৃষি

২৩) ভ্রাম্যমাণ উপজাতির মানুষেরা –

a) জীবিকাসত্তাভিত্তিক
b) স্থানান্তর
c) ব্যাপক
d) বাগিচা কৃষিপদ্ধতির সঙ্গে জড়িত

Ans: স্থানান্তর

২৪. নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলে প্রচলিত কৃষিপদ্ধতির নাম –

a) প্রগাঢ় কৃষি
b) ব্যাপক কৃষি
c) বাগিচা কৃষি
d) নিবিড় কৃষি

Ans: ব্যাপক কৃষি

২৫) বর্তমানে ক্ষতিকর রোগপোকার আক্রমণ প্রতিরোধের জন্য যা ব্যবহারের ওপর গুরুত্ব আরোপিত হচ্ছে, তা হল বন্ধু পোকা এবং –

a) আর্সেনিক যৌগ
b) নির্মভিত্তিক কীটনাশক
c) জৈব ফসফরাস
d) ফলিডল

Ans: নির্মভিত্তিক কীটনাশক

২৬) দীর্ঘ আঁশযুক্ত তুলার চাষ সর্বাধিক হয় ) –

a) ভারত
b) চিন
c) জাপান
d) মিশর-এ

Ans: মিশর-এ

২৭) ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য হল –

a) মধ্যপ্রদেশ
b) উত্তরপ্রদেশ
c) পাঞ্জাব
d) গুজরাট

Ans: মধ্যপ্রদেশ

২৮) ভারতের সবথেকে বেশি কফি উৎপাদিত হয় যে জেলায় তা হল-

a) চিত্রদুর্গ
b) চিকমাগালুর
c) মাদুরাই
d) ধানবাদ
Ans: চিকমাগালুর

২৯) এশিয়া মহাদেশের প্লাবন সমভূমি অঞ্চলে ধান উৎপাদন এক প্রকার –

a) জীবিকানির্ভর কৃষি
b) শুষ্ক কৃষি
c) বাণিজ্যিক কৃষি
d) মিশ্র কৃষি

Ans: জীবিকানির্ভর কৃষি

৩০) গমের উচ্চফলনশীল বীজের নাম হল-

a) পুসা
b) পঙ্কজ
c) পদ্মজা
d) সোনা-227

Ans: সোনা-227

৩১) ‘উদ্ভিদ মাংস’ হল –

a) সয়াবিন
b) তিসি
c) জোয়ার
d) রাগি

Ans: সয়াবিন

৩২) ‘Milkman of India’ হলেন –

a) বোরলগ
b) স্বামীনাথন
c) কুরিয়েন
d) উইভার

Ans: কুরিয়েন

৩৩) IWMP (Integrated Watershed Management Programme) হল ভারতের –

a) শুষ্ক অঞ্চলের
b) আর্দ্র অঞ্চলের
c) ধান উৎপাদনের
d) গম উৎপাদনের কৃষি উন্নতির পরিকল্পনা

Ans: আর্দ্র অঞ্চলের

৩৪) স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কী নামে পরিচিত? –

a) তামরাই
b) লাদাং
c) ঝুম
d) রোকা

Ans: ঝুম

৩৫) একটি মূল শস্যচাষের মাঝে আর একটি অপ্রধান শস্যচাষকে বলে –

a) আর্দ্র কৃষি
b) শুষ্ক কৃষি
c) স্থানান্তর কৃষি
d) interculture কৃষি

Ans: interculture কৃষি

৩৬) বছরে অন্তত 200টি তুহিনমুক্ত দিন প্রয়োজন –

a) তুলা
b) ইক্ষু
c) ধান
d) কফি চাষের জন্য

Ans: তুলা

৩৭) ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় –

a) মানালিতে
b) ম্যানিলাতে
c) ভিয়েনাতে
d) বাংলাদেশে

Ans: ম্যানিলাতে

৩৮) দাক্ষিণাত্যে বাজরাকে বলে –

a) কম্বু
b) মিলেটস
c) কোদো
d) কাউন

Ans: কম্বু

৩৯) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয় ? –

a) ব্যাপক
b) নিবিড়
c) বাজারভিত্তিক
d) বাগিচা

Ans: নিবিড়

৪০) ওলেরিকালচার-এ কোন্ শাকসবজির চাষ হয়? –

a) গোলাপ
b) পেয়ারা
c) কলা
d) কুমড়ো

Ans: কুমড়ো

৪১) পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল –

a) চা
b) পাট
c) রবার
d) তুলা

Ans: তুলা

৪২) পৃথিবীর ‘সবুজ বিপ্লবের জনক’ হলেন –

a) উইভার
b) বোরলগ
c) ডেভিস
d) উইনস্টন

Ans: বোরলগ

৪৩) ভারতে প্রধান গম গবেষণাকেন্দ্রটি রয়েছে –

a) ম্যানিলা
b) দিল্লি
c) নিউইয়র্ক
d) মেক্সিকো সিটি শহরে

Ans: দিল্লি

৪৪) ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম হল –

a) রোকা
b) টাঙ্গিয়া
c) কোকো
d) মিলপা

Ans: রোকা

৪৫) সর্বোৎকৃষ্ট কফি হল-

a) আরবীয়
b) রোবাস্টা
c) লাইবেরীয়
d) জামাইকান

Ans: আরবীয়

৪৬) উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয়, তখন তাকে বলে –

a) জীবিকাসত্তাভিত্তিক কৃষি
b) বাণিজ্যিক কৃষি
c) স্থানাস্তর কৃষি
d) উদ্যান কৃষি

Ans: জীবিকাসত্তাভিত্তিক কৃষি

৪৭) সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলে –

a) পোমামকালচার
b) ফ্লোরিকালচার
c) ওলেরিকালচার
d) fruit culture বলে

Ans: পোমামকালচার

৪৮) নিবিড় কৃষির মুখ্য ফসল:

a) ধান
b) ভুট্টা
c) তুলা
d) গম

Ans: ধান

৪৯) শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অর্থকরী ফসল হল –

a) নারিকেল
b) আখ
c) পাট
d) তুলা

Ans: নারিকেল

৫০) সয়াবিন প্রচুর উৎপন্ন হয় ভারতের –

a) বিহার
b) পশ্চিমবঙ্গ
c) রাজস্থান
d) তামিলনাড়ু রাজ্যে

Ans: তামিলনাড়ু রাজ্যে

৫১) ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত –

a) মুম্বাই
b) চেন্নাই
c) বেঙ্গালুর
d) নিউ দিল্লিতে

Ans: নিউ দিল্লিতে

৫২) আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে (2011 সাল অনুযায়ী) –

a) ভারত
b) পাকিস্তান
c) ব্রাজিল
d) বাংলাদেশ

Ans: ব্রাজিল

৫৩) শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হল পরিমাণ বৃদ্ধি) –

a) অধিক ফসল ফলানো
b) মাটির উর্বরতা বৃদ্ধি
c) মাটির আর্দ্রতা বৃদ্ধি
d) কৃষি জমির পরিমান বৃদ্ধি

Ans: মাটির উর্বরতা বৃদ্ধি

৫৪) কৃষিকাজ হল একধরনের –

a) প্রকৃতি নির্ভর
b) প্রযুক্তি নির্ভর
c) সেবামূলক
d) সামাজিক কাজ

Ans: প্রকৃতি নির্ভর

৫৫) শস্য প্রগাঢ়তা বৃদ্ধির প্রধান কারণ –

a) অধিক যন্ত্রের ব্যবহার
b) জলসেচের উন্নতি
c) সার প্রয়োগ
d) কীটনাশক প্রয়োগ

Ans: জলসেচের উন্নতি

৫৬) ভারতের নীল বিপ্লবের জনক –

a) মোহান কৃয়ান
b) স্বামীনাথন
c) আর রাও
d) অরুপ কৃষ্ণান

Ans: অরুপ কৃষ্ণান

৫৭) ‘হলুদ বিপ্লব’ যে ফসলের সঙ্গে জড়িত তা হল –

a) তৈলবীজ চাষ
b) মিলেট চাষ
c) আম চাষ
d) হলুদ চাষ

Ans: তৈলবীজ চাষ


Read more / আরও পড়ুন

HS 2025 Geography Landform Process Suggestion Question Answer - উচ্চমাধ্যমিক 2025 ভূগোল ভূমিরূপ প্রক্রিয়া সাজেশন প্রশ্ন ও উত্তর

HS 2025 Geography Soil Suggestion Question Answer - উচ্চমাধ্যমিক 2025 ভূগোল মৃত্তিকা সাজেশন প্রশ্ন ও উত্তর

HS Geography Atmosphere Climate And Natural Vegetation Suggestion Question Answer - উচ্চমাধ্যমিক ভূগোল বায়ুমণ্ডল, জলবায়ু এবং প্রাকৃতিক গাছপালা প্রশ্ন উত্তর



এই আর্টিকেলটি তথ্য এবং শিক্ষামূলক উদ্দেশ্যে লেখা হয়েছে। এতে দেওয়া তথ্যের সঠিকতা, পূর্ণতা, বা বর্তমানতার জন্য লেখক বা প্রকাশকের কোনও নিশ্চয়তা নেই। যে কোনও সিদ্ধান্ত গ্রহণের আগে, পাঠককে নিজস্ব গবেষণা ও বিশ্লেষণ করার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলে ব্যবহৃত তথ্য বিভিন্ন সূত্র থেকে সংগৃহীত এবং পাঠকদের সুবিধার জন্য প্রদত্ত। তবে, প্রতিটি ব্যক্তির বা পরিস্থিতির জন্য তথ্যের প্রাসঙ্গিকতা ভিন্ন হতে পারে। সুতরাং, লেখক বা প্রকাশক কোনওরূপ ক্ষতি বা ক্ষতির জন্য দায়ী হবে না যা এই আর্টিকেল পড়ার কারণে হতে পারে।

বিষয়বস্তু পরিবর্তিত হতে পারে, এবং এর সময়মতো হালনাগাদ করা হয়েছে কিনা তা নিশ্চিত করার জন্য পাঠককে অতিরিক্ত উৎস বা বিশেষজ্ঞদের পরামর্শ নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এই আর্টিকেলটি কোনো বিশেষজ্ঞ পরামর্শ বা পরামর্শের বিকল্প নয় এবং এটি শুধুমাত্র সাধারণ তথ্য হিসেবে বিবেচিত হওয়া উচিত।

Biodata Format

Biodata For Job Template
Biodata For Job
CV For Job Template
CV For Job
Marriage Biodata Template 2
Marriage Biodata
Resume Job Template
Resume For Job
Marriage Biodata Template
Marriage Biodata

cv-curriculum-vitae-1

biodata-in-hindi-with-photo-template-1

cv-curriculum-vitae-3

free-hindi-marriage-biodata-format



About

Welcome to Free Biodata Maker! matrimonial bio data maker, Bio-data maker for job - Online marriage bio-data, Biodata format for Job. Cover page design, School, College project front page. Easy to create, easy to use, fully customizable, with elegantly attractive designed.

Connect with us

Useful links

Copyright design and developed by @ Free-Biodata-Maker