১. ভারতের শ্বেত বিপ্লবের জনক’ হলেন –a) নরম্যান বোরলগb) রোনাল্ড রস c) এম এস আর্শীনাথন d) ড: ভার্গিস কুরিয়েন Ans: ড: ভার্গিস কুরিয়েন ২) মালয়েশিয়ায় স্থানাস্তর কৃষিকে বলা হয় –a) লাদাংb) মিলপা c) ঝুম d) রোকা Ans: লাদাং ৩) কফি কোন্ ধরনের কৃষিজ ফসল ?a) প্রগাঢ়b) ব্যাপক c) বাগিচা d) মিশ্র কৃষির অন্যতম ফসল Ans: বাগিচা ৪) ‘সোনালি তন্তু’ বলা হয় ) –a) কার্পাসb) পাট c) কোনোটিই নয় d) a ও Ans: b Ans: পাট ৫) যুক্তরাষ্ট্রে বাজার কেন্দ্রিক কৃষিকে বলা হয় )a) ট্রাক ফার্মিংb) হর্টিকালচার c) গার্ডেন ফার্মিং d) নিবিড় কৃষি Ans: ট্রাক ফার্মিং ৬) ভারতের ‘শর্করা রাজ্য’ হল –a) মহারাষ্ট্রb) উত্তরপ্রদেশ c) তামিলনাড়ু d) পাঞ্জাব Ans: উত্তরপ্রদেশ ৭) একই জমিতে বিভিন্ন সময়ে বিভিন্ন শস্যের চাষকে বলে –a) বাণিজ্যিকb) বাগিচা c) উদ্যান d) শস্যাবর্তন কৃষি Ans: শস্যাবর্তন কৃষি ৮) ভারতে সবুজ বিপ্লব ঘটে –a) পঞ্চাশ দশকেb) ষাট দশকে c) সত্তর দশকে d) আশির দশকে Ans: ষাট দশকে ৯) অপারেশন ফ্লাড –a) সবুজb) শ্বেত c) নীল d) শিল্প বিপ্লবের সঙ্গে সংযুক্ত Ans: শ্বেত ১০) আন্তর্জাতিক ধান গবেষণাকেন্দ্র অবস্থিত –a) মেক্সিকোতেb) চিনে c) ফিলিপাইনে d) ভারতে Ans: ফিলিপাইনে ১১) ‘কোকোনাট ট্রায়াঙ্গাল’ দেখা যায় –a) কিউবাতেb) ভারতে c) চিনে d) শ্রীলঙ্কাতে Ans: শ্রীলঙ্কাতে ১২) ‘জলপাই-এর দেশ’ বলা হয় –a) ফ্রান্সকেb) স্পেনকে c) ইতালিকে d) গ্রিসকে Ans: স্পেনকে ১৩) মিলেট যে কৃষি প্রণালীর প্রধান ফসল তা হল –a) আর্দ্র কৃষিb) শুষ্ক কৃষি c) স্থানান্তর কৃষি d) বাণিজ্যিক কৃষি Ans: শুষ্ক কৃষি অথবা, মিলেট জাতীয় শস্য যে কৃষি পদ্ধতির প্রধান ফসল, তা হল –a) স্থানাস্তর কৃষিb) প্রথাগত কৃষি c) সেচন কৃষি d) শুষ্ক কৃষি Ans: শুষ্ক কৃষি ১৪) যে শস্যকে কেন্দ্র করে ভারতে সবুজ বিপ্লবের প্রথম সূত্রপাত হয় তা হল –a) ধানb) গম c) ডাল d) তৈলবীজ Ans: গম ১৫) শ্রীলঙ্কায় যে ফসলটি ‘লিভিং ফার্মেসি’ নামে পরিচিত, তা হল –a) সয়াবিনb) কফি বীজ c) ডাব d) সূর্যমুখী Ans: ডাব ১৬. যে কৃষিব্যবস্থায় নিকটবর্তী শহরে বিক্রি করার উদ্দেশ্যে ফুল, ফল, শাকসবজির চাষ করা হয়, তাকে বলে –a) উদ্যান কৃষিb) মিশ্র কৃষি c) বাগিচা কৃষি d) ব্যাপক কৃষি Ans: উদ্যান কৃষি ১৭) যিনি প্রথম ‘শস্য সমন্বয় -এর ধারণাটির অবতারণা করেন তার নাম হল –a) ওয়েবারb) উইভার c) ভন থুনেন d) জিমারম্যান Ans: উইভার ১৮) শুষ্ক কৃষি যে সকল অঞ্চলে প্রচলিত সে সকল অঞ্চলে সর্বাধিক বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ হল –a) 25 সেমিb) 50 সেমি c) 75 সেমি d) 100 সেমি Ans: 75 সেমি ১৯. চিনের ‘ধানের আধার’ বলা হয় –a) হুনান প্রদেশকেb) হুবেই প্রদেশকে c) ইউনান প্রদেশকে d) সিচুয়ান প্রদেশকে Ans: হুনান প্রদেশকে ২০) ভারতে ‘নীল বিপ্লব’ যে উৎপাদনের সঙ্গে জড়িত, তা হল –a) দুধb) ডিম c) মাংস d) মাছ Ans: মাছ ২১) শসা প্রগাঢ়তা সর্বাধিক হয় –a) নিবিড় কৃষিতেb) ব্যাপক কৃষিতে c) বাগিচা কৃষিতে d) মিশ্র কৃষিতে Ans: নিবিড় কৃষিতে ২২) একপ্রকার আদিম জীবিকাসত্তাভিত্তিক আর্দ্র কৃষিব্যবস্থা হল –a) বাগিচা কৃষিb) স্থানান্তর কৃষি c) ব্যাপক কৃষি d) উদ্যান কৃষি Ans: স্থানান্তর কৃষি ২৩) ভ্রাম্যমাণ উপজাতির মানুষেরা –a) জীবিকাসত্তাভিত্তিকb) স্থানান্তর c) ব্যাপক d) বাগিচা কৃষিপদ্ধতির সঙ্গে জড়িত Ans: স্থানান্তর ২৪. নাতিশীতোয় তৃণভূমি অঞ্চলে প্রচলিত কৃষিপদ্ধতির নাম –a) প্রগাঢ় কৃষিb) ব্যাপক কৃষি c) বাগিচা কৃষি d) নিবিড় কৃষি Ans: ব্যাপক কৃষি ২৫) বর্তমানে ক্ষতিকর রোগপোকার আক্রমণ প্রতিরোধের জন্য যা ব্যবহারের ওপর গুরুত্ব আরোপিত হচ্ছে, তা হল বন্ধু পোকা এবং –a) আর্সেনিক যৌগb) নির্মভিত্তিক কীটনাশক c) জৈব ফসফরাস d) ফলিডল Ans: নির্মভিত্তিক কীটনাশক ২৬) দীর্ঘ আঁশযুক্ত তুলার চাষ সর্বাধিক হয় ) –a) ভারতb) চিন c) জাপান d) মিশর-এ Ans: মিশর-এ ২৭) ভারতের সর্বাধিক ডাল উৎপাদনকারী রাজ্য হল –a) মধ্যপ্রদেশb) উত্তরপ্রদেশ c) পাঞ্জাব d) গুজরাট Ans: মধ্যপ্রদেশ ২৮) ভারতের সবথেকে বেশি কফি উৎপাদিত হয় যে জেলায় তা হল-a) চিত্রদুর্গb) চিকমাগালুর c) মাদুরাই d) ধানবাদ Ans: চিকমাগালুর |
২৯) এশিয়া মহাদেশের প্লাবন সমভূমি অঞ্চলে ধান উৎপাদন এক প্রকার –a) জীবিকানির্ভর কৃষিb) শুষ্ক কৃষি c) বাণিজ্যিক কৃষি d) মিশ্র কৃষি Ans: জীবিকানির্ভর কৃষি ৩০) গমের উচ্চফলনশীল বীজের নাম হল-a) পুসাb) পঙ্কজ c) পদ্মজা d) সোনা-227 Ans: সোনা-227 ৩১) ‘উদ্ভিদ মাংস’ হল –a) সয়াবিনb) তিসি c) জোয়ার d) রাগি Ans: সয়াবিন ৩২) ‘Milkman of India’ হলেন –a) বোরলগb) স্বামীনাথন c) কুরিয়েন d) উইভার Ans: কুরিয়েন ৩৩) IWMP (Integrated Watershed Management Programme) হল ভারতের –a) শুষ্ক অঞ্চলেরb) আর্দ্র অঞ্চলের c) ধান উৎপাদনের d) গম উৎপাদনের কৃষি উন্নতির পরিকল্পনা Ans: আর্দ্র অঞ্চলের ৩৪) স্থানান্তর কৃষি ভারত ও বাংলাদেশে কী নামে পরিচিত? –a) তামরাইb) লাদাং c) ঝুম d) রোকা Ans: ঝুম ৩৫) একটি মূল শস্যচাষের মাঝে আর একটি অপ্রধান শস্যচাষকে বলে –a) আর্দ্র কৃষিb) শুষ্ক কৃষি c) স্থানান্তর কৃষি d) interculture কৃষি Ans: interculture কৃষি ৩৬) বছরে অন্তত 200টি তুহিনমুক্ত দিন প্রয়োজন –a) তুলাb) ইক্ষু c) ধান d) কফি চাষের জন্য Ans: তুলা ৩৭) ধানের ক্ষেত্রে সবুজ বিপ্লবের সূচনা হয় –a) মানালিতেb) ম্যানিলাতে c) ভিয়েনাতে d) বাংলাদেশে Ans: ম্যানিলাতে ৩৮) দাক্ষিণাত্যে বাজরাকে বলে –a) কম্বুb) মিলেটস c) কোদো d) কাউন Ans: কম্বু ৩৯) দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে কোন পদ্ধতিতে কৃষিকাজ হয় ? –a) ব্যাপকb) নিবিড় c) বাজারভিত্তিক d) বাগিচা Ans: নিবিড় ৪০) ওলেরিকালচার-এ কোন্ শাকসবজির চাষ হয়? –a) গোলাপb) পেয়ারা c) কলা d) কুমড়ো Ans: কুমড়ো ৪১) পাকিস্তানের উল্লেখযোগ্য কৃষিজ ফসল –a) চাb) পাট c) রবার d) তুলা Ans: তুলা ৪২) পৃথিবীর ‘সবুজ বিপ্লবের জনক’ হলেন –a) উইভারb) বোরলগ c) ডেভিস d) উইনস্টন Ans: বোরলগ ৪৩) ভারতে প্রধান গম গবেষণাকেন্দ্রটি রয়েছে –a) ম্যানিলাb) দিল্লি c) নিউইয়র্ক d) মেক্সিকো সিটি শহরে Ans: দিল্লি ৪৪) ব্রাজিলের স্থানান্তর কৃষির নাম হল –a) রোকাb) টাঙ্গিয়া c) কোকো d) মিলপা Ans: রোকা ৪৫) সর্বোৎকৃষ্ট কফি হল-a) আরবীয়b) রোবাস্টা c) লাইবেরীয় d) জামাইকান Ans: আরবীয় ৪৬) উৎপাদিত ফসলের সবটাই যখন ভোগ করা হয়, তখন তাকে বলে –a) জীবিকাসত্তাভিত্তিক কৃষিb) বাণিজ্যিক কৃষি c) স্থানাস্তর কৃষি d) উদ্যান কৃষি Ans: জীবিকাসত্তাভিত্তিক কৃষি ৪৭) সারা বছর পাওয়া যায় এরূপ ফলের চাষকে বলে –a) পোমামকালচারb) ফ্লোরিকালচার c) ওলেরিকালচার d) fruit culture বলে Ans: পোমামকালচার ৪৮) নিবিড় কৃষির মুখ্য ফসল:a) ধানb) ভুট্টা c) তুলা d) গম Ans: ধান ৪৯) শ্রীলঙ্কার শ্রেষ্ঠ অর্থকরী ফসল হল –a) নারিকেলb) আখ c) পাট d) তুলা Ans: নারিকেল ৫০) সয়াবিন প্রচুর উৎপন্ন হয় ভারতের –a) বিহারb) পশ্চিমবঙ্গ c) রাজস্থান d) তামিলনাড়ু রাজ্যে Ans: তামিলনাড়ু রাজ্যে ৫১) ভারতীয় কৃষি গবেষণা কেন্দ্র অবস্থিত –a) মুম্বাইb) চেন্নাই c) বেঙ্গালুর d) নিউ দিল্লিতে Ans: নিউ দিল্লিতে ৫২) আখ উৎপাদনে বিশ্বে প্রথম স্থান অধিকার করে (2011 সাল অনুযায়ী) –a) ভারতb) পাকিস্তান c) ব্রাজিল d) বাংলাদেশ Ans: ব্রাজিল ৫৩) শস্যাবর্তনের প্রধান উদ্দেশ্য হল পরিমাণ বৃদ্ধি) –a) অধিক ফসল ফলানোb) মাটির উর্বরতা বৃদ্ধি c) মাটির আর্দ্রতা বৃদ্ধি d) কৃষি জমির পরিমান বৃদ্ধি Ans: মাটির উর্বরতা বৃদ্ধি ৫৪) কৃষিকাজ হল একধরনের –a) প্রকৃতি নির্ভরb) প্রযুক্তি নির্ভর c) সেবামূলক d) সামাজিক কাজ Ans: প্রকৃতি নির্ভর ৫৫) শস্য প্রগাঢ়তা বৃদ্ধির প্রধান কারণ –a) অধিক যন্ত্রের ব্যবহারb) জলসেচের উন্নতি c) সার প্রয়োগ d) কীটনাশক প্রয়োগ Ans: জলসেচের উন্নতি ৫৬) ভারতের নীল বিপ্লবের জনক –a) মোহান কৃয়ানb) স্বামীনাথন c) আর রাও d) অরুপ কৃষ্ণান Ans: অরুপ কৃষ্ণান ৫৭) ‘হলুদ বিপ্লব’ যে ফসলের সঙ্গে জড়িত তা হল –a) তৈলবীজ চাষb) মিলেট চাষ c) আম চাষ d) হলুদ চাষ Ans: তৈলবীজ চাষ |